Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টেকনাফে বন্দুক-কার্তুজ ও ইয়াবাসহ রোহিঙ্গা ডাকাত আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১১:২৮ AM
আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০১:৩৩ PM

bdmorning Image Preview


টেকনাফ প্রতিনিধিঃ

কক্সবাজার টেকনাফে দেশীয় তৈরী ১টি এলজি, ১টি একনলা বন্দুক, চার রাউন্ড কার্তুজ ও ৭ হাজার ইয়াবা বড়িসহ রোহিঙ্গা ডাকাত জহির আহমদকে (৩৫) আটক করেছে পুলিশ।

বুধবার (১২ সেপ্টেম্বর) টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্প অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) ভোর রাতে সাহাব উদ্দীনের বসতঘরের চালের উপর পলিব্যাগে মোড়ানো অবস্থায় দেশীয় অস্ত্র ও এই ইয়াবা বড়ি উদ্ধার করে।

আটক সাহাব উদ্দীন টেকনাফ নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের ই-ব্ল­কের ২০৫নং রুমের হাছন আহাম্মদের ছেলে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়ুয়া জানান, আটককৃত রোহিঙ্গা ডাকাত জহিরকে টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে জহিরের স্বীকারোক্তিতেই টেকনাফ মডেল থানা পুলিশের টিম হ্নীলা লেদা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, কার্তুজ ও ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

ওসি রনজিত কুমার বড়ুয়া আরও জানান, আটক জহির চিহ্নিত রোহিঙ্গা ডাকাত নুর আলমের সহযোগি। এই রোহিঙ্গা ডাকাত অবৈধ অস্ত্র ব্যবহার করে মাদক ব্যবসা, ডাকাতিসহ অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিল। আটক ডাকাতের বিরুদ্দে সংশ্লিষ্ট আইনে মামলা করে কক্সবাজার আদালতে পাঠানো হয়।

Bootstrap Image Preview