Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সড়ক দুর্ঘটনা রোধে নাটোরে পেশাদার চালকদের প্রশিক্ষণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১১:০১ AM
আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১১:০৫ AM

bdmorning Image Preview


নাটোর প্রতিনিধি:

'সচেতনতাই হোক নিরাপদ সড়কের মূল হাতিয়ার’ এই স্লোগানকে নিয়ে নাটোরে সড়ক দুর্ঘটনা রোধে পেশাদার গাড়ি চালকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসন, বিআরটিএ এবং জেলা বাস মিনিবাস মালিক সমিতির আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় জেলা প্রশাসক শাহিনা খাতুনের সভাপতিত্বে বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজ্জাকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইদুজ্জামান, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামানিক, নাটোর ট্রাফিক বিভাগের পরিদর্শক বিকর্ন দাসসহ গাড়ি চালক, চালকের সহকারী এবং মালিক সমিতির নেতারা।

এ সময় গাড়ি চালক, চালকের সহকারী এবং মালিকদের নিরাপদ সড়কের চিহ্নগুলো নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন নাটোর বিআরটিএর সহকারী পরিচালক সাইদুর রহমান। পরে নিরাপদ সড়ক নিশ্চিত করতে যাত্রী, চালক, পথচারী, মালিক প্রত্যেকের করণীয় সম্পর্কে বক্তব্য দেন এবং তা মেনে চলার আহবান জানান জেলা প্রশাসক শাহিনা খাতুন।

প্রশিক্ষণে শতাধিক গাড়ি চালক, চালকের সহকারী এবং নাটোর বাস-মিনিবাস মালিক সমিতির নেতারা নেতারা অংশগ্রহণ করেন।

Bootstrap Image Preview