Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নওগাঁয় পিস্তলসহ ১৪ মামলার আসামি গ্রেফতার

মো.ইউসুফ
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪৮ AM
আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১১:১১ AM

bdmorning Image Preview


মো.ইউসুফ, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁয় পিস্তলসহ একাধিক মামলার আসামি আজাদুল ইসলামকে (৪৫) গ্রেফতার করেছে থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বুজরুক আতিথা গ্রামে তার নিজ বাড়ী থেকে আটক করা হয়। আজাদুল ইসলাম গ্রামের বদর উদ্দীনের ছেলে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সোয়ায়বুরের নেতৃত্বে সদর থানা পুলিশের একটি দল সকালে আজাদুলের বাড়িতে অভিযান পরিচালনা করে।

এ সময় তার শয়ন কক্ষ থেকে লুকিয়ে রাখা একটি বিদেশী পিস্তলসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতিসহ বিভিন্ন থানায় মোট ১৪টি মামলা আছে। ঘটনায় আজাদুলের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে একটি মামলা হয়েছে।

Bootstrap Image Preview