Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিদ্যালয়ের জায়গা দখল করে হাঁস-মুরগির খামার

হেমন্ত বিশ্বাস
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০১:১৬ PM
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০১:১৬ PM

bdmorning Image Preview


গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিদ্যালয়ের জায়গা দখল করে গরু ও হাঁস-মুরগির খামার তৈরি করেছে একটি প্রভাবশালী মহল। এতে ব্যহত হচ্ছে ওই বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম।

আজ বুধবার সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার কান্দি ইউনিয়নের কান্দি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টিতে এ ঘটনা সত্যতার প্রমান মিলেছে।

উল্লেখ্য ১৯৭৩ সালের পহেলা জানুয়ারী তারিখে বিদ্যালয়টি স্বীকৃতি পায় এবং ১৯৯৩ সালের পহেলা জানুয়ারি তারিখে ওই বিদ্যালয়টি উচ্চ বিদ্যালয়ে উন্নিত হয়। বিগত কয়েক দশক ধরে অত্র এলাকাকে জ্ঞানের আলোয় আলোকিত করে আসছে এই শিক্ষা প্রতিষ্ঠান।

এলাকাবাসী সূত্রে জানা যায়, তিলক চন্দ্র বাড়ৈ, মনমথ রঞ্জন বাড়ৈ, সুনিল বাড়ৈর ছেলে সুশান্ত বাড়ৈ, সুকান্ত বাড়ৈসহ স্থানীয় একটি স্বার্থান্বেষী মহল নিজেদের ফায়দা হাসিল করার নিমিত্তে অন্ধকারে ঠেলে দিচ্ছে বিদ্যালয়টিকে। তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্নভাবে অত্র শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ নষ্ট করে আসছে। বিগত দিনে জোরপূর্বক বিদ্যালয়ের গাছ কাটা, জায়গা দখল করে গরু-হাঁস-মুরগির খামার তৈরি করা, সুকান্ত বাড়ৈ কর্তৃক ছাত্রীদের উত্যাক্ত করা সহ বিভিন্নভাবে তারা বিদ্যালয়টির পরিবেশ নষ্ট করছে।

সহকারী প্রধান শিক্ষক ননী গোপালসহ অন্যান্য শিক্ষকবৃন্দ সাংবাদিকদের জানান, জোরপূর্বক বিদ্যালয়ের আংশিক জায়গা দখল করে ছাত্রাবাস ঘেষে খামার তৈরি করার কারনে দূর্গন্ধে ছাত্র-ছাত্রীদের থাকা-খাওয়া-ঘুম ব্যহত হচ্ছে। এতে শিক্ষার মান উন্নয়ন সম্পূর্ণ রুপে বিঘ্নিত হচ্ছে। এ ব্যাপারে শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছেন।

Bootstrap Image Preview