Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

প্রধান শিক্ষকের বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৮, ১২:১৯ PM
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৮, ১২:১৯ PM

bdmorning Image Preview


ধুনট (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার ধুনট উপজেলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককের বিরুদ্ধে ব্যবস্থাপনা কমিটির সভাপতির স্বাক্ষর জালিয়াতের অভিযোগ উঠেছে। উপজেলার গোসাইবাড়ি কে-ও বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, গোসাইবাড়ি কে-ও বালিকা উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি এএসএম জিয়াউল আলম জিয়া শাহীন। একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল বারী বুলবুল সভাপতির স্বাক্ষর জাল করে শিক্ষক কর্মচারীদের আগষ্ট মাসের বেতন ভাতার কাগজপত্র সোনালী ব্যাংক ধুনট শাখায় জমা দিয়েছে।

এ বিষয়টি জানার পর মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দুপুরের দিকে সভাপতি জিয়া শাহীন ব্যাংকটির শাখা ব্যবস্থাপকের নিকট একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ ছাড়া প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট অভিযোগের অনুলিপি প্রেরণ করেছেন।

অভিযুক্ত প্রধান শিক্ষক এনামুল বারী বলেন, বিদ্যালয়ের ১৯ জন শিক্ষক কর্মচারীর আগস্ট মাসের বেতন ভাতা বাবদ প্রায় ৩ লাখ ৪৮ হাজার টাকা উত্তোলনের জন্য ৯ সেপ্টেম্বর ব্যাংকে কাগজপত্র জমা দিয়েছি। সভাপতির নিকট থেকে স্বাক্ষর নিয়েই বেতন ভাতার বিল জমা দেওয়া হয়েছে। অথচ সভাপতি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছেন।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি এএসএম জিয়াউল আলম জিয়া শাহীন বলেন, শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার বিলে আমার স্বাক্ষর জাল করে ব্যাংকে কাগজপত্র জমা দিয়েছে প্রধান শিক্ষক। এ কারণে জাল স্বাক্ষরকৃত বিলটি স্থগিত করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ব্যাংক কর্মকর্তার নিকট অভিযোগ দিয়েছি।

সোনালী ব্যাংকের ধুনট শাখা ব্যাবস্থাপক ফিরোজ আল মুজাহিদ বলেন, গোসাইবাড়ি কে-ও বালিকা উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতির অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Bootstrap Image Preview