Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

দুবাইয়ে পৌঁছেছেন তামিম-রুবলে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৫৮ AM
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০৪:০৩ AM

bdmorning Image Preview


ভিসা জাটিলতায় বিলম্ব হচ্ছিল তামিম ইকবাল ও রুরেল হোসের আরব আমিরাত সফর। অবশেষে দুই ক্রিকেটারই এশিয়া কাপকে সামনে রেখে মঙ্গলবার দুটি ভিন্ন ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেছেন। রুবেল হোসেন সন্ধ্যার ফ্লাইটে গেলেও তামিম ইকবাল মঙ্গলবার দিবাগত রাত ১.৪০ মিনিটের ফ্লাইলে ঢাকা ত্যাগ করনে।

ঢাকা থেকে দুবাই বিমানে ৫ ঘন্টার সফর। তাই  মঙ্গলবার দিবাগত রাতে রুবেল হোসের পৌঁছালেও বুধবার সকালে দুবাই পৌঁছানোর কথা রয়েছে তামিম ইকবালের। আজ থেকেই দুই ক্রিকেটার অনশীলনে যোগ দিতে পারবেন।

এর আগে ৯ সেপ্টেম্বর রবিবার বিকালে এশিয়া কাপের ১৬ সদস্যের স্কোয়াডের ১৩ ক্রিকেটার দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন।এক মাসের বেশি সময় ছুটি কাটিয়ে যুক্তরাষ্ট্র থেকে মূল স্কোয়াডের সাথে যোগ দেন সাকিব। অনেক জল্পনার পর মঙ্গলবার দলের সঙ্গে পুরো তিন ঘন্টা ব্যাটিং ও বোলিংয়ে অনুশীলন করেছেন। 

প্রথম ম্যাচে থেকেই নির্বাচকরা তাকে পাওয়ার বিষয়ে আশাবাদী। তবে তার হাতে বাড়তে চোট যাতে না পায় সে জন্য হাতে গ্লাভস পড়ে অনুশীলন করেছেন তিনি। অনুশীলন শেষে গতকাল সোমবার সাকিব কথা বলেন গণমাধ্যমের সঙ্গেও। সাকিবের লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ ধরে এগিয়ে যাওয়া।

তিনি বলেন, ‘লক্ষ্য এশিয়া কাপের শিরোপা কিন্তু ততদুর যেতে হলে ম্যাচ বাই ম্যাচ ধরে এগোতে হবে আমাদের। আমরা সেভাবেই পরিকল্পনা করছি। আপাতত লক্ষ্য শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে জয়।’

বাংলাদেশ এশিয়া কাপে রয়েছে ‘বি’ গ্রুপে। যেখানে শ্রীলঙ্কার ছাড়া অন্য দল আফগানিস্তান। ১৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ২০ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে খেলবে টাইগাররা।

Bootstrap Image Preview