Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

দাম কমেছে বেশিরভাগ শেয়ারের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৮, ১১:৫৫ AM
আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৮, ১১:৫৮ AM

bdmorning Image Preview


দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের কিছুটা উত্থান থাকলেও কমেছে বেশিরভাগ শেয়ারের দাম।আজ দিনভর লেনদেনকৃত ৩২৫ টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১৩১ টির, কমেছে ১৫২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২ টি কোম্পানির শেয়ার।

আগের কার্যদিবসের চেয়ে ডিএসই ব্রড ইনডেক্স ৩.৮২ পয়েন্ট বেড়ে ৫৫৪৩.৯৪ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২.৬৩ পয়েন্ট কমে ১৯৩৮.৪৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ০.৫৬ পয়েন্ট কমে ১২৭১.৬০ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- খুলনা পাওয়ার, এ্যক্টিভ ফাইন, বিবিএস ক্যাবলস, ইফাদ অটোস, কনফিডেন্স সিমেন্ট, ন্যাশনাল হাউজিং, বিএসআরএম লিঃ, শাশা ডেনিমস, ইউনাইট্ডে পাওয়ার ও আরএসআরএম স্টিল।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স, তাক্কাফুল ইন্সুঃ, মুন্নু সিরামিক, ফু-ওয়াং সিরামিকস, ইনটেক লিঃ, ঢাকা ইন্সুঃ, শাহজালাল ব্যাংক, প্রভাতি ইন্সুঃ, মাইডাস ফাইন্যান্স ও আরএসআরএম স্টিল।

অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- আইএফআইএল ইসলামি মি. ফা., ন্যাশনাল প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মি. ফা., ভিএফএস থ্রেড ডাইং, আইসিবি এমপ্লয়ী মি. ফা., আইসিবি এএমসিএল ফার্স্ট মি. ফা., আইসিবি থার্ড এনআরবি মি. ফা., প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মি. ফা., আইসিবি এএমসিএল ২য় মি. ফা., প্রাইম টেক্স ও ড্রাগন সুয়েটার।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩২৫ টি কোম্পানির ১৬ কোটি ৪৬ লাখ ৭২ হাজার ৪৮৯ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৭১৪ কোটি ৮ লাখ ৬৭ হাজার ১১ টাকা।

Bootstrap Image Preview