Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ঘুরে আসুন গাইবান্ধার দর্শনীয় স্থানগুলো থেকে

ফরহাদ আকন্দ, গাইবান্ধা প্রতিনিধিঃ 
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৮, ০৯:০১ AM
আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৮, ০৯:২২ AM

bdmorning Image Preview


অনেকে আছেন যারা জানতে চান প্রাচীন কালের কথা, ইতিহাস-ঐতিহ্যের কথা। দেখতে চান ঐতিহাসিক সব স্থাপনা। এমন ভ্রমণপ্রিয় মানুষরা ঘুরে আসতে পারেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ, সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ ও সাঘাটা উপজেলার  রাজপ্রাসাদ, জমিদার ও জোতদার বাড়িগুলো থেকে।

রাজা বিরাট প্রাসাদঃ 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের রাজা বিরাট এলাকায় অবস্থিত এই রাজপ্রাসাদ। এখন রাজপ্রাসাদটি আর দেখার মতো নেই। বহুবছর আগেই প্রাসাদটি মাটির নিচে ডেবে গেছে। এই প্রাসাদটির উপরের অংশ এখনো দেখা যায়। তবে সেটি দেখতে শুধুমাত্র একটি মাটির পিলার মাত্র। এ ছাড়া এই রাজপ্রাসাদটির ইট দেখা যায় বাহিরে থেকে। প্রচলিত আছে যে, এই রাজার কারণে গাইবান্ধা মহকুমাকে জেলা হিসেবে ঘোষণার সময় নামকরণ করা হয় গাইবান্ধা জেলা। 

যেভাবে যাবেন, ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ চৌমাথা এলাকা থেকে পশ্চিম দিকে সিএনজিযোগে সরাসরি যাওয়া যাবে এই রাজপ্রাসাদে। যেতে হয় গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের কাটামোড় থেকে দক্ষিণ-পশ্চিম দিকের  সড়ক দিয়ে। এই রাজপ্রাসাদে যেতে গোবিন্দগঞ্জ চৌমাথা থেকে প্রতিজনের খরচ হবে ২৫ থেকে ৩০ টাকা। 

বর্ধনকুঠিঃ

এটি গোবিন্দগঞ্জ উপজেলা শহরের সরকারি কলেজের সাথে অবস্থিত। সুদূর প্রাচীনকাল থেকে বর্ধনকুঠি তৎকালীন রাজা-বাদশাহদের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ইউনিট ছিল। ষোড়শ শতাব্দীর শুরুতে রাজা রামপাল এখানে বাসুদের মন্দির নির্মাণ করেন। তখন রাজা মানসিংহ বাংলার সুবাদার ছিলেন। ইংরেজ আমলে তা জমিদার বাড়ি হিসেবে খ্যাতি পায়। সর্বশেষ এই বর্ধনকুঠির সাথে জড়িত সৈলেশ চন্দ্র নামটি পাওয়া যায়। 

যেভাবে যাবেন, ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চৌমাথায় নেমে পূর্বদিকে মহিমাগঞ্জ সড়কের উত্তর পাশে অবস্থিত এই বর্ধনকুঠিতে রিকসাযোগেই যাওয়া যায়। ১৯৬৫ সালে বর্ধনকুঠির এই জায়গায় গড়ে উঠেছে গোবিন্দগঞ্জ কলেজ। এছাড়া গাইবান্ধা জেলা শহর থেকে বোনারপাড়া-মহিমাগঞ্জ হয়ে গোবিন্দগঞ্জ উপজেলা শহরের চৌ-মাথায় যাওয়ার পথে হাতের ডানপাশেই পড়ে ঐতিহাসিক এই বর্ধনকুঠি। রিকসাযোগে গোবিন্দগঞ্জ চৌ-মাথা থেকে বর্ধনকুঠিতে যেতে দুইজনের খরচ হবে ১৫ থেকে ২০ টাকা। 

নলডাঙ্গা জমিদার বাড়িঃ

এটি সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের কালীবাড়ি পাড়া গ্রামে। উপ-মহাদেশের প্রখ্যাত নাট্যকার-শিল্পী, চলচ্চিত্রকর তুলসী লাহিড়ীর জমিদার বাড়িটিও নিঃচিহ্ন হওয়ার পথে। বর্তমানে জমিদার তুলসী লাহিড়ীর বংশধররা থাকেন এই বাড়িতে। 

যেভাবে যাবেন, গাইবান্ধা জেলা শহর থেকে যে কোন ট্রেনযোগে (আন্তঃনগর ছাড়া) সরাসরি নলডাঙ্গা রেলস্টেশনে নেমে যাওয়া যায় এই জমিদার বাড়িতে। যা স্টেশনের পশ্চিম-উত্তর দিকে অবস্থিত। এছাড়া সড়কপথে গাইবান্ধা-সাদুল্লাপুর-নলডাঙ্গা সড়ক, গাইবান্ধা-লক্ষ্মীপুর-ধোপাডাঙ্গা নতুনবাজার-নলডাঙ্গা সড়ক, সুন্দরগঞ্জ-বামনডাঙ্গা-নলডাঙ্গা সড়ক দিয়ে যাওয়া যায় সিএনজিযোগে। নলডাঙ্গা রেলস্টেশন থেকে জমিদার বাড়িতে যেতে দুইজনের রিকসা ভাড়া বাবদ ব্যয় হবে ১০ থেকে ১৫ টাকা। 

কামারপাড়া প্যারীমাধবের জোতদার বাড়িঃ

প্যারীমাধবের জোতদার বাড়ি সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের পূর্ব কেশালীডাঙ্গা গ্রামে কামারপাড়া ডিগ্রি কলেজের সাথে অবস্থিত। তার বিশাল জমি-জমার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা। তাই শিক্ষানুরাগী হিসেবে প্যারীমাধব সরকারের নামটি ছড়িয়ে রয়েছে এই এলাকায়। ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে থাইল্যান্ডের রাজকন্যা মাহা চাক্রী শিরিনধর্ন এই জোতদার বাড়ীটি পরিদর্শন করে গেছেন। 

যেভাবে যাবেন, গাইবান্ধা জেলা শহর থেকে যে কোন ট্রেনযোগে (আন্তঃনগর ছাড়া) সরাসরি কামারপাড়া রেলস্টেশনে নেমে যাওয়া যাবে এই জোতদার বাড়ীতে। যা স্টেশনের পূর্ব-উত্তর দিকে অবস্থিত। এছাড়া সড়কপথে গাইবান্ধা-সাদুল্লাপুর-কামারপাড়া সড়ক, গাইবান্ধা-লক্ষ্মীপুর-কামারপাড়া সড়ক, সুন্দরগঞ্জ-বামনডাঙ্গা-নলডাঙ্গা-কামারপাড়া সড়ক, সুন্দরগঞ্জ-ইন্দ্রাপাড়-কামারপাড়া সড়ক দিয়ে যাওয়া যায় সিএনজিযোগে। কামারপাড়া রেলস্টেশন থেকে প্যারীমাধবের বাড়ীতে যেতে দুইজনের লাগবে মাত্র ১০ টাকা রিকসা ভাড়া। 

রামজীবন জোতদার বাড়িঃ

জোতদার ইয়াকুব উদ্দিন সরদার থাকতেন এই বাড়িতে। বাড়িটিতে কেউ না থাকলেও এখন আশেপাশে নতুন বাড়ি তৈরি করে থাকেন তার বংশধররা। রয়েছে একটি শিয়া মিনারও। এই জোতদার বাড়িটি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের কাশদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কাশদহ গ্রামে অবস্থিত। 

যেভাবে যাবেন, গাইবান্ধা ও সুন্দরগঞ্জ উপজেলা শহর থেকে সিএনজি ও অটোরিকসা দিয়েই যাওয়া যায় এই জোতদার বাড়িতে। নামতে হবে গাইবান্ধা-লক্ষ্মীপুর-বালাআটা-সুন্দরগঞ্জ সড়কের পাশে কাশদহ গ্রামে। এই জোতদার বাড়ীতে যেতে গাইবান্ধা পুরাতন জেলখানার মোড় থেকে ম্যাজিক গাড়িতে প্রতিজনের লাগবে ২০ থেকে ২৫ টাকা করে। 

হাটভরতখালী জমিদার/জোতদার বাড়িঃ

যমুনা নদীর তীরে সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের হাটভরতখালী এলাকায় কালের স্বাক্ষী হিসেবে এখনো টিকে রয়েছে এই জোতদার বাড়িটি। অনেক আগেই এই জোতদারের বংশধররা ভারতে চলে গেছেন বলে জানান স্থানীয়রা। এই জোতদার বাড়ির সাথে রমনিকান্ত রায় বাহাদুর নামটি পাওয়া যায়। 

যেভাবে যাবেন, গাইবান্ধা জেলা শহর থেকে সিএনজিযোগে বাদিয়াখালী-উল্লাবাজার হয়ে সরাসরি যাওয়া যাবে হাটভরতখালীর এই জোতদার বাড়িতে। গাইবান্ধা পৌর এলাকার ভিএইড রোডের মুন্সিপাড়ার সিএনজিস্ট্যান্ড থেকে প্রতিজনের লাগবে ৩৫ থেকে ৪০ টাকা করে। এ ছাড়া যেকোন ট্রেনযোগে বোনারপাড়া জংশনে নেমে সিএনজিযোগে যাওয়া যাবে এ বাড়িতে। এতে প্রতিজনের খরচ হবে ২০ থেকে ২৫ টাকা। 

Bootstrap Image Preview