Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বড়াইগ্রামে হাইওয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ

অমর ডি কস্তা
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৩৮ PM
আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৫০ PM

bdmorning Image Preview


নাটোর প্রতিনিধি:

নাটোর-পাবনা মহাসড়ক সংলগ্ন সড়ক ও জনপথ অধিদপ্তরের জায়গায় অবস্থিত অবৈধ স্থাপনা দ্বিতীয়বারে মতো উচ্ছেদ করেছে কর্তৃপক্ষ।

আজ সোমবার দিনব্যাপী নাটোরের দত্তপাড়া থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। বিকেলে বড়াইগ্রামের আহমেদপুর ও বনপাড়া পৌর এলাকার বিভিন্ন স্থানে হাইওয়ে রোডের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ভাংচুর করে অপসারণ করা হয়।

সড়ক ও জনপদ অধিদপ্তর ঢাকা থেকে আগত সম্পত্তি ও আইন কর্মকর্তা (উপ-সচিব) মাহবুবুর রহমান ফারুক এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল, নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলামসহ স্থানীয় হাইওয়ে পুলিশ সদস্যরা।

Bootstrap Image Preview