Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, নভেম্বার ২০২১ | ১৩ অগ্রহায়ণ ১৪২৮ | ঢাকা, ২৫ °সে

যৌথ মহড়ায় থাকছে না নেপাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০১৮, ০৭:১৬ AM
আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৮, ০৭:১৬ AM

bdmorning Image Preview


বিমসটেকের প্রথম সন্ত্রাসবিরোধী সামরিক মহড়ায় অংশ নিচ্ছে না নেপাল। বঙ্গোপসাগরীয় উপকূলের দেশগুলোর জোট বিমসটেকের যৌথ মহড়া থেকে নিজেদের সেনা প্রত্যাহার করে নিয়েছে নেপাল। গত শনিবার কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে ঠিক এমনটা জানানো হয়।

নেপালের প্রধানমন্ত্রী কে পি ওলি জাতীয় প্রতিরক্ষা বাহিনীকে যৌথ মহড়ায় অংশগ্রহণ না করার আহ্বান জানিয়েছেন। নেপালের সেনাপ্রধান জেনারেল পূর্ণ চন্দ্র থাপার এই মহড়ার শেষ দিন অংশ নেওয়ার কথা ছিল। সেটাও বাতিল করা হয়েছে। মূলত, ক্ষমতাসীন নেপাল কমিউনিস্ট পার্টির প্রভাবশালী নেতাদের কঠোর সমালোচনার মুখে সরকার এ সিদ্ধান্ত নিল। ভারতের পুনেতে আজ সোমবার সপ্তাহব্যাপী (১০-১৬ সেপ্টেম্বর) এই মহড়া শুরু হতে যাচ্ছে।

‘বিমসটেক’ হলো—‘দ্য বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন’। এতে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সাতটি দেশ রয়েছে। এগুলো হলো বাংলাদেশ, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ভুটান।

গত জুনে দিল্লিতে বিমসটেকভুক্ত দেশগুলোর সেনা কর্মকর্তা পর্যায়ের বৈঠকের পর এই সেনা মহড়ায় অংশ নেওয়ার জন্য নেপালকে আমন্ত্রণ জানায় ভারত।

Bootstrap Image Preview