Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, নভেম্বার ২০২১ | ১৩ অগ্রহায়ণ ১৪২৮ | ঢাকা, ২৫ °সে

আফগানিস্তানে জঙ্গি হামলায় ২০ নিরাপত্তারক্ষী নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৩৩ AM
আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৪৫ AM

bdmorning Image Preview


আফগানিস্তানে তালেবান জঙ্গিদের হামলায় নিহত ২০ আফগানিস্তানের বাঘলান প্রদেশে তালেবান জঙ্গিরা হামলায় ২০ জন নিরাপত্তারক্ষীর নিহত হয়েছে। আহত হয়েছে আরো বেশ কয়েক জন।

রবিবার সকালে আচমকা তালেবান জঙ্গি হামলায় সাময়িকভাবে বেকায়দায় পড়ে যায় কর্তব্যরত পুলিশ এবং সেনারা। তালেবান জঙ্গিরা অতর্কিত সেনা পুলিশ চৌকিতে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় সেই সঙ্গে গ্রেনেড বিস্ফোরণ ঘটায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

গত ৬ সেপ্টেম্বর আফগানিস্তানের তখার প্রদেশে হামলা চালিয়েছিল তালেবান। সেখানে সংঘর্ষে মৃত ৮ পুলিসকর্মীর দেহে আগুন ধরিয়ে দিয়েছিল তারা। এর পর জঙ্গিদের হামলার পাল্টা জবাব দিতে ছাড়েননি আফগান সেনারা। বেশ কিছুক্ষণ দুপক্ষের মধ্যে গুলি বিনিময় এবং গ্রেনেড হামলা চলে। পরে বাধ্য হয়ে সেখান থেকে পালিয়ে যায় জঙ্গিরা। তবে মৃতদের মধ্যে কয়েকজন জঙ্গিও রয়েছে বলে মনে করা হচ্ছে।

Bootstrap Image Preview