Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এশিয়া কাপের প্রথম ম্যাচে দলে নেই তামিম!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১০:২০ AM
আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১০:২০ AM

bdmorning Image Preview


ফিল্ডিংয়ে অনুশীলন করার সময় ডান হাতের অনামিকায় চোট পান তামিম ইকবাল।  প্রথমে বিসিবি সেটিকে হালকা চোট বললেও পরে স্ক্যানে দেখা যাচ্ছে তামিমের আংগুলে হালকা চিড় ধরেছে। তাই আসরের প্রথম থেকে তাকে দলে পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।

অনুশীলনের সময় ডান- হাতের আঙুলে চোট পান টাইগার দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল খান। যার জন্য তিন দিন বিশ্রামে ছিলেন। সেই দিনই বুঝা যাচ্ছিলো এই চোট কিছুটা হলেও ভুগাবে। শুরুতে বড় কিছু ভাবা হয়নি। পরে ব্যথা না কমায় স্ক্যান করানো হয়। তাতে যা ধরা পড়েছে, চিকিৎসকেরা সেটিকে বলছেন ছোট ‘ক্র্যাক। এই কারনে আসন্ন এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে নাও খেলতে পারেন তামিম।

বিষয়টি টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এমনই আভাস পাওয়া গিয়েছে। আঙুলের সমস্যা নিয়ে ভাবাচ্ছেন সাকিব আল হাসান। দুদিন আগে আঙুলে চোটের কারনে প্রথম ম্যাচে শঙ্কায় রয়েছেন নাজমুল হাসান শান্ত। এরই মধ্যে তামিমের আঙুলের চোট সত্যই ভাবাচ্ছে।

এ ব্যাপারে মিনহাজুল আবেদিন নান্নু বলেন, তামিমের হাতে একটু চোট রয়েছে প্রথম ম্যাচের আগেই তা সেরে যেতে পারে আবার নাও পারে। তবে এখনো কিছু চূড়ান্ত নয়।

এদিকে প্রথম থেকেই এশিয়া কাপে সাকিব আল হাসানের খেলা নিয়ে আশঙ্কা ছিল। তার মধ্যেই এক এক করে ইনজুরিতে পড়লেন তামিম ইকবাল ও নাজমুল হাসান শান্ত। শান্তকে নিয়ে বিসিবি কিছুটা আশাবাদি হলেও এখনো নিশ্চিত হয় তামিমের খেলা। মিস করতে পারেন শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলের ম্যাচ।

তিন ক্রিকেটারের ইনজুরি থাকার কারণেই বৃহস্পতিবার এশিয়া কাপের বাংলাদেশ স্কোয়াডে যোগ করা হয়েছে বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল হককে। তাকে নিয়ে বাংলাদেশ দল এখন ১৬ জনের। আজ সন্ধ্যায় আরম আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল।

Bootstrap Image Preview