Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এ যাত্রায় রেহায় পেলেন বেঙ্গালুরু অধিনায়ক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৪৬ AM
আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৪৬ AM

bdmorning Image Preview


আইপিএল-এর আগামী মৌসুমেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর (আরসিবি) অধিনায়ক থাকছেন বিরাট কোহলিই। যাবতীয় জল্পনা উড়িয়ে জানিয়ে দিল আরসিবি টিম ম্যানেজমেন্ট। এর আগে শোনা যাচ্ছিল, বিরাটকে সরিয়ে আইপিএল-১২ তে আরসিবি-র অধিনায়ক করা হতে পারে এবি ডিভিলিয়ার্সকে। তবে এটি পুরোপুরি গুজব বলেই জানিয়েছেন আরসিবি-র এক কর্তা।

প্রথম আইপিএল থেকেই আরসিবি-র হয়ে খেলছেন বিরাট। গত ৬ মৌসুম ধরে তিনিই অধিনায়ক। কিন্তু এখনও পর্যন্ত একবারও দলকে চ্যাম্পিয়ন করতে পারেননি তিনি। সেই কারণেই এবার আরসিবি-র অধিনায়ক বদলের জল্পনা শুরু হয়েছিল। যদিও সেই জল্পনা থেমে গেল।

আরসিবি একবারও আইপিএল চ্যাম্পিয়ন না হলেও, বিরাট বরাবরই ভাল পারফরম্যান্স দেখিয়েছেন। সুরেশ রায়নার পর তিনিই আইপিএল-এ দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী। ১৬৩টি ম্যাচ খেলে ৪,৯৪৮ রান করেছেন বিরাট।

উল্লেখ্য গত মাসেই আরসিবি হেড কোচ ড্যানিয়েল ভেত্তোরিকে সরিয়ে গ্যারি কার্স্টেনকে নিয়ে এসেছে। ভেত্তোরি ছাড়াও ব্যাটিং ও ফিল্ডিং কোচ ট্রেন্ট উডহিল এবং বোলিং কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের চাকরি গিয়েছে। এর পরই বিভিন্ন সংবাদমাধ্যমে রটে যায়, চাকরি খুইয়েছেন কোহালিও। শেষ আইপিএলে তো প্লে-অফেও উঠতে পারেনি আরসিবি।

আইপিএলে প্রথম থেকেই আরসিবি-তে রয়েছেন বিরাট কোহালি। কিন্তু, আইপিএল ট্রফির খরা কাটাতে না পারলে কর্তৃপক্ষ কত দিন বিরাটের প্রতি সদয় থাকবেন, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে!

Bootstrap Image Preview