Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বার্সা সমর্থকদের জন্য দুঃসংবাদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২০, ১২:৫০ PM
আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০২০, ১২:৫০ PM

bdmorning Image Preview


বর্তমান সময়ে ফুটবলের জনপ্রিয় ক্লাবের মধ্যে একটি হচ্ছে বার্সেলোনা। এবার হ্যামস্ট্রিং ইনজুরির কারনে করা অস্ত্রপচারের কারনে আগামী ৬ মাস মাঠের থাকবেন বার্সেলোনার ফরাসী তরুণ তুর্কি ওসমান ডেম্বেলে। যার ফলে এবারের মৌসুমে আর কোন ম্যাচেই মাঠে নামা হবে না এই তারকার।

এদিকে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ১৩৫ মিলিয়ন ইউরো দিয়ে ডাম্বেলেকে দলে ভেড়ায় বার্সেলোনা। যদিও এখনো পর্যন্ত তার সেরাটা পায়নি কাতালানরা। একের পর এক ইনজুরিতে সারাবছর জুড়েই আক্রান্ত থাকেন এই মুসলিম ফুটবলার।

এদিকে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে গত নভেম্বরে থেকেই মাঠের বাইরে রয়েছেন ডেম্বেলে। অবশেষে ইনজুরি সমস্যা সমাধানকল্পে সার্জারির আশ্রয় নিয়েছে বার্সা।

গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিক এক বিবৃতিতে এই বিষয়ে বার্সা কর্তৃপক্ষ বলেন, ‘ফিনল্যান্ডের টারকুতে বার্সা মূল দলের খেলোয়াড় ডেম্বেলের ডান হাঁটুতে সার্জারি করানো হয়েছে। যার ফলশ্রুতিতে এই ফরাসী তারকা আগামী ৬ মাসে মাঠের বাইরে থাকবেন।’

Bootstrap Image Preview