Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

এসএ গেমসের জন্য ৬২১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৯, ১০:৪৭ PM
আপডেট: ২৩ নভেম্বর ২০১৯, ১০:৪৭ PM

bdmorning Image Preview


দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত আসন্ন সাউথ এশিয়ান গেমসের (এসএ) ১৩তম আসরে ৬২১ সদস্যের শক্তিশালী কন্টিনজেন্ট পাঠাবে বাংলাদেশ। আগামী ১ থেকে ১০ ডিসেম্বর নেপালের কাঠমান্ডু ও পোখারায় অনুষ্ঠিতব্য এ গেমসে ২৫টি ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশের ক্রীড়াবিদরা।

ডিসিপ্লিনগুলো হচ্ছে- আরচ্যারি, এ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, বাস্কেটবল, বক্সিং, সাইক্লিং, ফেন্সিং, ফুটবল, গলফ, ক্রিকেট, হ্যান্ডবল, জুডো, কাবাডি, কারাতে, খো খো, শ্যুটিং, স্কোয়াশ, সুইমিং, টেবিল টেনিস, তায়কোয়ানদো, টেনিস, ভলিবল, ভারোত্তোলন, রেসলিং ও উশু।

৬২১ সদস্যের বাংলাদেশ কন্টিনজেন্টের মধ্যে ৫৯৫ জন এ্যাথলেট রয়েছেন। যাদের মধ্যে ২৬৩ জন পুরুষ ও ১৯৯ জন মহিলা। এছাড়া রয়েছে ট্রেইনার, সেফ দ্য মিশন, ডেপুটি সেফ দ্য মিশন, ম্যানেজার, টিম ডাক্তার ও প্রশাসনিক কর্মকর্তারা।

সেফ দ্য মিশন হিসেবে কন্টিনজেন্টের নেতৃত্ব দিবেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) উপ-মহাসচিব এবং হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর। ডেপুটি সেফ দ্য মিশনের দায়িত্ব পালন করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ও বিওএ’র সদস্য মো: ওমর ফারুক ও বাংলাদেশ জুডো ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি পুলিশ সুপার সৈয়দ জান্নাত আরা।

উদ্বোধনী দিনে মার্চপাষ্টে বাংলাদেশ দলের পতাকা বহন করবেন ভারতে অনুষ্ঠিত ১২ তম এসএ গেমসে দুটি স্বর্ণ পদক জয়ী সাঁতারু মাহফুজা খাতুন শিলা।

আগামী ২৫ নভেম্বর সোমবার প্রথম দল হিসেবে নেপালের উদ্দেশ্যে যাত্রা করবে বাংলাদেশ ভলিবল দল। সূচি অনুযায়ী ধাপে ধাপে বাকী দলগুলো নেপাল যাবে এবং দেশে ফিরে আসবে। ইতোমধ্যে অবশ্য নেপাল পৌঁছেছে বাংলাদেশ সাঁতার ও সাইক্লিং দল। এছাড়া বর্তমানে ভারত ও থাইল্যান্ডে থাকা কাবাডি ও আরচ্যারি দল সেখান থেকেই সরাসরি নেপাল যাবে।

Bootstrap Image Preview