Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফিলিপাইনকে ৯-০ গোলে উড়িয়ে দিয়ে বাংলাদেশের  ঐতিহাসিক জয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জুলাই ২০১৯, ০১:২৯ PM
আপডেট: ১৭ জুলাই ২০১৯, ০১:২৯ PM

bdmorning Image Preview


ইনডোর হকিতে প্রথম ও দ্বিতীয়  ম্যাচে চরম ব্যর্থতায় হারে বাংলাদেশ। কিন্তু তৃতীয় ম্যাচে ৯-০ গোলে ফিলিপাইনকে উড়িয়ে দিয়েছে জিম-সিটুলরা। 

এই জয়ে পঞ্চম কিংবা সপ্তম স্থান নির্ধারনী ম্যাচ খেলার সম্ভাবনা টিকিয়ে রাখল বাংলাদেশ। ১৮ জুলাই গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে বিশ্ব ইনডোর র‍্যাংকিং-এর ২৯তম দল স্বাগতিক থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

খেলার খেলার ১১তম মিনিটে মইনুল ইসলাম কৌশিক ফিল্ড করে ব্যবধান ৪-০ করে ফেলেন। ১৭ মিনিটে রাসেল মাহমুদ জিমির স্টিক থেকে আসে ৫ম গোল। ২০ মিনিটে মইনুল ইসলাম কৌশিক করেন ৬ষ্ঠ গোল।

খেলার ৩০ মিনিটের মাথায় সপ্তম গোল করেন কোশিক। ৩৩ মিনিটে আবারও গোল করেন রাসেল মাহমুদ জিমি। হয় ৮-০ ব্যবধান। শেষ গোলটিও করেন মইনুল ইসলাম কৌশিক। হলো ৯ম গোল এবং একই সঙ্গে ডাবল হ্যাটট্রিক মইনুল ইসলাম কৌশিকের।

Bootstrap Image Preview