Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তুরস্কে উড়াল দিচ্ছেন অনন্ত জলিল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২০, ১১:২৪ PM
আপডেট: ২৪ অক্টোবর ২০২০, ১১:৩২ PM

bdmorning Image Preview


ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল তাঁর ‘দিন-দ্য ডে’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে আগামী ২৭ অক্টোবর তুরস্কে যাচ্ছেন। সেখানে সিনেমাটির শেষ ধাপের ২০ দিনের শুটিং হবে।

এনটিভি অনলাইনকে এই তথ্য নিশ্চিত করে অনন্ত জলিল বলেন, ‘করোনার কারণে ছবিটির কাজ শেষ করতে পারিনি। কিছু সিক্যুয়েন্স ও তিনটি গানের শুটিং বাকি। আগামীকাল (২৫ অক্টোবর) আমাদের একটি টিম তুরস্ক যাচ্ছে। সেখানে তারা দুদিন লোকেশন ভিজিট করবে। আগামী ২৭ তারিখ আমি যাচ্ছি। টানা ২০ দিন শুটিং করব। সব শুটিং শেষ করে ফিরব ইনশা আল্লাহ্। ছবিটি অনেক বড় বাজেটের হলেও আমি ছবিতে আমার দেশের কলা কুশলীদের নিয়েছি। আমি মনে করি তাঁরাও সুযোগ পেলে বিশ্ব মানের কাজ উপহার দিতে পারে।’

‘দিন-দ্য ডে’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে অনন্ত জলিলের সফরসঙ্গী হচ্ছেন কোরিওগ্রাফার হাবিব রহমান। তিনটি গানের কোরিওগ্রাফি করছেন তিনি। আগামীকাল (২৫ অক্টোবর) তুরস্কে উড়াল দেওয়া আগে অনন্তর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এনটিভি অনলাইনকে হাবিব বলেন, ‘অনন্ত ভাইকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি, কারণ উনার এই বিগ বাজেটের ছবিতে দেশের বাহির থেকে কোরিওগ্রাফার না নিয়ে আমাকে নির্বাচন করেছেন। উনি ইচ্ছে করলে বিশ্বের সবচেয়ে বড় কোরিওগ্রাফার নিয়ে কাজ করতে পারতেন কিন্তু তা না করে তিনি নিজের দেশের মেধাকে কাজে লাগাতে চেয়েছেন এবং নিজের দেশের মেধাকে মূল্যায়ন করেছেন। আমি চেষ্টা করব আমার সবোর্চ্চটি দেওয়ার জন্য। আশা করি আমাদের কাজটি দেখে সবাই পছন্দ করবেন।’

২০১৮ সালে ঘোষণা দেওয়া ‘দিন-দ্য ডে’র গল্পে দেখানো হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে মুসলিমদের উপর অন্যায়ভাবে নির্যাতন, আদম পাচার, মাদকের উৎপাদন, আধিপত্য, চোরাচালানের গল্প। এটি নির্মাণ করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। ইরানের মুর্তুজা আতাশ জমজম এবং বাংলাদেশের প্রযোজক অনন্ত জলিলের ‘এজে’ ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি।

Bootstrap Image Preview