Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সবজির দাম কবে কমবে জানালেন কৃষিমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২০, ০৭:৫৮ PM
আপডেট: ১১ অক্টোবর ২০২০, ০৮:০৮ PM

bdmorning Image Preview


আগামী ১৫-২০ দিনের মধ্যে সবজির দাম কমবে বলে আশা প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।

রোববার (১১ অক্টোবর) সচিবালয় থেকে অনলাইনে চট্টগ্রামের আনোয়ারায় দেশের প্রথম হাইড্রোলিক এলিভেটর ড্যামের উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

সবজির দাম দ্বিগুণ হয়েছে, তা নিয়ন্ত্রণে সরকার কী ব্যবস্থা নিয়েছে- জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এ বছর আমাদের তিনবার বন্যা হয়েছে। শেষ মুহূর্তে বন্যা এসে ফসলের অনেক ক্ষতি হয়েছে। অনেক কৃষক রোপা আমন লাগাতে পারেননি। যাও লাগাতে পেরেছিলেন বন্যায় নষ্ট হয়েছে। যার জন্য চালের দাম বেড়েছে। এ সময় মরিচেরও অনেক ক্ষতি হয়েছে। মরিচক্ষেত নষ্ট হয়েছে অতি বৃষ্টির জন্য৷’

‘তাছাড়া এ সময়ে প্রতি বছর সবজির দাম বেশি থাকে বা বাড়ে। তবে আশা করছি, ১৫-২০ দিন পর দাম স্বাভাবিক হয়ে যাবে।’

তিনি বলেন, ‘কিছু দিন পর এমন হবে কৃষকরা দাম পাবেন না। পৃথিবীর সব দেশেই ফড়িয়া বা মধ্যস্বত্বভোগী বাজারজাতকরণ ব্যবস্থা থাকে। আরেকটা দিক আছে পথে নানা রকম হয়রানি আছে পণ্য পরিবহনে। সেক্ষেত্রে আমরা আপ্রাণ চেষ্টা করছি, হয়রানি কমানোর জন্য। সেটা অনেক কমে এসেছে। আগের মতো এখন আর হয়রানি নেই। তার পরও কিছুটা প্রভাব ফেলে। আমি মনে করি আসলে প্রাকৃতিক দুর্যোগের কারণে বাজার ব্যবস্থা ও চাহিদার ক্ষেত্রে এমনটা হয়েছে।’

আব্দুর রাজ্জাক বলেন, ‘এ করোনার মধ্যেও ঢাকা শহরে সবজির কোনো অভাব হয়নি। সেই সময় আমরা উদ্যোগ নিয়েছিলাম, যাতে পরিবহন ব্যবস্থা কোনো বাধাগ্রস্ত না হয়। এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানাই। তারা অতীতের সময়ের চেয়ে ভালো ভূমিকা রেখেছে। চাষিরা ভালো দাম পেয়েছেন। কিন্তু এই মুহূর্তে সবজির দাম একটু অস্বাভাবিক প্রাকৃতিক দুর্যোগের কারণে।’

Bootstrap Image Preview