Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভাইস চেয়ারম্যানের ১৬ গরু চুরি করে পালাতে পারলো না তারা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২০, ০৭:৩০ PM
আপডেট: ১১ অক্টোবর ২০২০, ০৭:৩৫ PM

bdmorning Image Preview


ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় আরব এগ্রো ফার্মের দারোয়ানকে বেঁধে ২০ লাখ টাকার ১৬টি গরু চুরির ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাক, একটি প্রাইভেটকার, তালা কাটার একটি মেশিন, তিনটি চাকু ও হাসিল বই জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- বগুড়ার ধনুট থানার আলাউদ্দিনের ছেলে রাব্বানী হোসেন, ঢাকার ধামরাইয়ের আ. মালেকের ছেলে শহিদুল ইসলাম, সিরাজগঞ্জ সদরের রেজাউল করিমের ছেলে মাসুদ রানা, পাবনার আতাইকুলা থানার আলিম উদ্দিনের ছেলে সবুজ হোসেন ও টাঙ্গাইলের ঘাটাইল থানার গণির ছেলে হুমায়ুন কবির।

রোববার (১১ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (১০ অক্টোবর) রাজধানীর সাভার, পাবনা ও সিরাজগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ওসি শাহ কামাল আকন্দ বলেন, ২৭ সেপ্টেম্বর রাতে ২২-২৩ জনের ডাকাত দল মুক্তাগাছা উপজেলার ভাইস চেয়ারম্যান আরব আলীর আরব এগ্রো ফার্ম থেকে দারোয়ানের হাত-পা বেঁধে ২০ লাখ টাকার ১৬টি গরু চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় (২৮ সেপ্টেম্বর) মুক্তাগাছা থানায় অজ্ঞাত ২০-২২ জনকে আসামি করে ডাকাতি মামলা দায়ের করেন ভাইস চেয়ারম্যান আরব আলী।

ওসি বলেন, মামলা দায়েরের পর তদন্তভার আসে জেলা গোয়েন্দা শাখায়। তদন্তভার পেয়ে টানা অভিযান চালিয়ে ডাকাতদের পরিচয় নিশ্চিত হলেও তাদের শতভাগ শনাক্ত করতে না পেরে কিছুটা বিলম্ব হয়। শনিবার পাঁচ চোরকে বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন উদ্ধারকৃত ট্রাক ও মাইক্রোবাস ব্যবহার করে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে চুরি করে আসছেন।

গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন মুক্তাগাছার আরব আলী এগ্রো ফার্ম থেকে গরু ডাকাতির কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার পর তাদের জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

Bootstrap Image Preview