Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পদত্যাগের পর হাসপাতালে ভর্তি আল্লামা আহমদ শফী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২০, ০৬:১৮ AM
আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২০, ০৬:১৮ AM

bdmorning Image Preview


হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী হঠাৎ করে অসুস্থ বোধ করায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাটহাজারীর একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

আজ বৃহস্পতিবার হাটহাজারী মাদরাসার মহাপরিচালকের পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আল্লামা শাহ আহমদ শফী। বৃহস্পতিবার রাতে মজলিসে শূরার উপস্থিতিতে তিনি এ সিদ্ধান্ত নেন।

১০৩ বছরের বেশি বয়সী আল্লামা শাহ আহমদ শফী হাফি. এর আগেও কয়েক দফা অসুস্থ হয়ে চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ইত্যাদিতে রোগে ভুগছেন।

এদিকে বৃধবার থেকে হাটহাজারী মাদরাসার ছাত্ররা বিক্ষোভ করেছে মাঠে। গতকাল (১৬ সেপ্টেম্বর) বুধবার বাদ জোহর থেকে হাটহাজারী মাদরাসা মাঠে এ বিক্ষোভের সূচনা করেন হাটহাজারী মাদরাসার বিক্ষুব্ধ ছাত্ররা।

বুধবার রাতেই ‘ছাত্রদের দাবির অন্যতম একটি’ মাওলানা আনাস মাদানিকে বহিস্কারের সিদ্ধান্ত আসার পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও আবার বিক্ষোভ শুরু হয়। বৃহস্পতিবার হাটহাজারীতে মাদরাসা বন্ধের ব্যাপারে শিক্ষকদের নিয়ে একটি বৈঠক করেন মাদরাসার মহাপরিচালক আল্লামা আহমদ শফী। তাই আবারো শিক্ষার্থীরা আন্দোলনে নামে। পরে বৃহস্পতিবার মাগরিব বাদ মজলিসে শূরা থেকে তিনটি সিদ্ধান্ত আসে, এক. আল্লামা আহমদ শফীকে মহাপরিচালক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করায় সদরে মুহতামিম নিয়োগ। দুই. এখন থেকে শুরা কর্তৃক মাদরাসা পরিচালনা করা হবে তিন. মাওলানা নুরুল ইসলাম জাদিদকে মাদরাসা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

Bootstrap Image Preview