Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, অক্টোবার ২০২০ | ১৫ আশ্বিন ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

থাপ্পড় দিয়ে ওসি রয়েছেন বহাল তবিয়তে, সেই এএসআইকে প্রত্যাহার!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ আগস্ট ২০২০, ০৮:২৮ PM
আপডেট: ১০ আগস্ট ২০২০, ০৮:২৮ PM

bdmorning Image Preview


বরগুনার বামনা থানার ওসির হাতে লাঞ্ছিত সেই এএসআইকে থানা থেকে প্রত্যাহার করে বরগুনা পুলিশ লাইনসে আনা হয়েছে। সেই ওসি রয়েছেন বহাল তবিয়তে।

জানা গেছে, রোববার রাত ১১টার দিকে ভুক্তভোগী ওই এএসআই নজরুল ইসলামকে বরগুনার পুলিশ লাইনসে সংযুক্ত হওয়ার জন্য নির্দেশ প্রদান করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ বিষয়ে ওই এএসআই বলেন, রোববার রাতে পুলিশ লাইনসে সংযুক্ত হওয়ার জন্য আমাকে আমার ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্দেশ দিয়েছেন। এজন্য আমি পুলিশ লাইনে সংযুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছি। তবে কেন বা কি কারণে আমাকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে তা আমি এখনও জানি না।

বরগুনা পুলিশ লাইনসের রেসিডেন্সিয়াল ইনচার্জ (আরআই) মো. মোজাম্মেল হক বলেন, বামনার অনাকাঙ্ক্ষিত সেই ঘটনায় ভুক্তভোগী ওই এএসআইকে বরগুনার পুলিশ লাইনসে সংযুক্ত হওয়ার জন্য বলা হয়েছে। তবে তিনি এখনও পুলিশ লাইনসে সংযুক্ত হননি। তবে কেন বা কি কারণে তাকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে তা আমি অবগত নই।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মফিজুল ইসলাম বলেন, আমরা ভুক্তভোগী ওই এএসআইকে একটি সুন্দর পরিবেশে কাজ করার সুযোগ করে দিতে চাই। এই মুহূর্তে তার বামনায় কাজ করার অনুকূল পরিবেশ নেই। তাই তাকে আমরা বামনা থানা থেকে সরিয়ে বরগুনা পুলিশ লাইনসে সংযুক্ত করেছি। খুব অল্প সময়ের মধ্যে তাকে আবারও অন্যত্র দেয়া হবে।

উল্লেখ্য, কক্সবাজারে পুলিশের গুলিতে মেজর (অব.) সিনহা মো. রাশেদের মৃত্যুর পর গ্রেফতার ও কারাবন্দি শাহেদুল ইসলাম সিফাতের মুক্তির দাবিতে বামনায় শনিবার মানববন্ধন পণ্ড করার সময় কর্তব্যরত এক এএসআইকে চড় দেয় বামনা থানার ওসি মো. ইলিয়াস আলী তালুকদার। চড় দেয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বামনা থানার ওসি মো. ইলিয়াস আলী তালুকদারকে সমালোচনা করে অসংখ্য মানুষ স্ট্যাটাস দেয়।

Bootstrap Image Preview