Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, জানুয়ারী ২০২৬ | ১৯ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

৯০ হাজার ডলারের প্রস্তাব ফিরিয়ে দিলেন তামিম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ জুলাই ২০২০, ১১:৫২ PM
আপডেট: ১৫ জুলাই ২০২০, ১১:৫২ PM

bdmorning Image Preview


ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের একটি দল থেকে বড় অঙ্কের  প্রস্তাব পেয়েছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। কিন্তু বিভিন্ন কারণে প্রস্তাবটি ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

সিপিএলের ফ্র্যানচাইজিটি ৯০ হাজার ডলারের প্রস্তাব দিয়েছিল তামিম ইকবালকে। তবু সে প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণ হিসেবে তিনি জানিয়েছেন, ‘দুটি কারণে প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছি। প্রথমত, আমি ঢাকা প্রিমিয়ার লিগের একটি দলের সঙ্গে চুক্তিবদ্ধ। এখন হুট করে প্রিমিয়ার লিগ শুরু হলে ক্লাবটিকে বঞ্চিত করা হবে। দ্বিতীয়ত, পরিবার। ওখানে চার্টার্ড ফ্লাইটে দলগুলো যাতায়াত করবে। এখন যদি জরুরি কোনো পরিস্থিতিতে দেশে আসতে হয়, তা সম্ভব হবে না।’

আর এ কারণে ৯০ হাজার ডলারের চুক্তি থেকে মুখ ফিরিয়ে নিতে হয়েছে তামিমকে।

Bootstrap Image Preview