Bootstrap Image Preview
ঢাকা, ০৬ বৃহস্পতিবার, আগষ্ট ২০২০ | ২১ শ্রাবণ ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

৬০০০ ভুয়া করোনা রিপোর্ট দিয়েছে রিজেন্ট হাসপাতাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ জুলাই ২০২০, ০৭:২৯ PM
আপডেট: ০৭ জুলাই ২০২০, ০৭:২৯ PM

bdmorning Image Preview


অনিয়মের আখড়ায় পরিণত হওয়া রাজধানীর রিজেন্ট হাসপাতাল করোনায় ছয় হাজারের বেশি ভুয়া রিপোর্ট দিয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

মঙ্গলবার বিকেলে হাসপাতালটি সিলগালা করে এ তথ্য জানান তিনি। এছাড়া মিরপুরের রিজেন্ট হাসপাতালও সিলগালার প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান সারোয়ার আলম।

গতকাল সোমবার হাসপাতালটির উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালায় র‍্যাব। অভিযানে বেরিয়ে আসে বিস্ময়কর সব তথ্য। টেস্ট না করেই রিপোর্ট দিতো, বিনামূল্যে চিকিৎসার কথা থাকলেও হাতিয়ে নিতো টাকা। এছাড়া ৬ বছর আগে লাইসেন্সের মেয়াদ শেষ হলেও তা নবায়ন করা হয়নি।

এ অবস্থাতেও স্বাস্থ্য অধিদফতর দিয়েছিলো বিশেষায়িত কোভিড হাসপাতালের স্বীকৃতি। পরে এর উপর ভিত্তি করে অভিযানে যায় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

সারোয়ার আলম জানিয়েছেন, করোনার টেস্ট না করেই রিপোর্ট দিতো রিজেন্ট হাসপাতাল। অভিযানে অসংখ্য ভুয়া রিপোর্টের কাগজ, বিলসহ নানা অনুষঙ্গ জব্দ করা হয়েছে। হাসপাতালটির নিবন্ধনের মেয়াদও ২০১৪ সালে শেষ হযেছে। তবে সম্প্রতি স্বাস্থ্য অধিদফতর, একে কোভিড বিশেষায়িত হাসপাতাল হিসেবে অনুমোদন দিয়েছে।

Bootstrap Image Preview