Bootstrap Image Preview
ঢাকা, ১৯ মঙ্গলবার, মার্চ ২০২৪ | ৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

২০০ পরিবারের কাছে পৌছে গেছে ‘টিম ঘুড়ি’র ঈদ উপহার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ মে ২০২০, ০৩:০৮ AM
আপডেট: ২৫ মে ২০২০, ০৩:১২ AM

bdmorning Image Preview


আসন্ন ঈদকে সামনে রেখে টিম ঘুড়ি আয়োজন করেছিলো 'এক চিলতে হাসি' নামক একটি ইভেন্ট। ২০০ পরিবারের কাছে পৌছে দিয়েছে তারা এক মাসের খাদ্যসামগ্রী। 

করোনার এই ক্রান্তিলগ্নে দেশের মানুষের সিংহভাগ কর্মহীন রয়েছে, কারো বেতন-ভাতা রয়েছে বকেয়া। এমতাবস্থায় শুধু ছিন্নমূল নয়, নিম্ন-মধ্যবিত্ত এবং ক্ষেত্রবিশেষে মধ্যবিত্তরাও রয়েছে অভাব-অনটনের মধ্যে৷ এই পরিস্থিতির কথা বিবেচনা করে টিম চারু ১০ মে থেকে ২০ মে পর্যন্ত দশ দিনের একটি ইভেন্ট আয়োজন করেন 'এক চিলতে হাসি' নামে। 

 ‘টিম ঘুড়ি’র সভাপতি মেরিনা মিতু বলেন, ‘এই ইভেন্টে আমরা মূলত নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্তদের টার্গেট করেছি। কারণ ছিন্নমূল মানুষেরা কোনো না কোনোভাবে এক দু বেলার খাবার ম্যানেজ করে নিচ্ছে। কিন্তু আত্নমর্যাদার কারণে নিম্ন মধ্যবিত্ত কিংবা মধ্যবিত্ত মানুষেরা কারো কাছে হাত পাততে পারেনা। ত্রাণের লাইনে গিয়ে দাড়াতে পারে না। তাই আমরা পরিবার গুলোকে খাদ্য সহায়তা দিয়েছি তাদের পরিচয় গোপন রেখেছি’৷

সংগঠনটির উপদেষ্টা রাজন্য মোহাম্মদ বলেন, 'লকডাউনের সময় আমার নিজের কাজের জায়গাও শিথিল রয়েছে। তবুও চেষ্টা করেছি নিজের যতোটা আছে সেখান থেকে একটা অংশ এই মানুষগুলোর জন্য দেয়ার।'

ইভেন্টটিতে টিম ঘুড়ির পাশাপাশি টিম চারু নামক আরেকটি স্বেচ্ছাসেবী সংগঠন অংশগ্রহন করেন। দুটি সংগঠন যৌথভাবে এই ইভেন্টের মাধ্যমে ২০০ টি পরিবারকে এক মাসের খাদ্যসামগ্রী দেয়ার পরিকল্পনা করে। এক মাসের খাদ্যসামগ্রীর প্যাকেজের মধ্যে রয়েছে- চাল, ডাল, আলু, পেয়াজ, তেল, ডিম, আটা, মুড়ি, ছোলা, চিনি, সেমাই। ক্ষেত্রবিশেষে বাচ্চার জন্য ডানো গুড়ো দুধ৷ 

Bootstrap Image Preview