Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শুক্রবার, সেপ্টেম্বার ২০২০ | ৩ আশ্বিন ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

করোনার শুরু থেকেই নিজ এলাকায় ত্রাণ কার্যক্রম চালাচ্ছেন প্রায় সব সংসদ সদস্য -তথ্যমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ মে ২০২০, ০২:৩৩ AM
আপডেট: ২৫ মে ২০২০, ০২:৩৩ AM

bdmorning Image Preview


তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দেশে একটি চিহ্নিত মহল আছে, যারা বিরাজনীতিকরণ করতে চায় এবং তাদের অনেকেই ওয়ান-ইলেভেন সরকারের সমর্থক ও সুবিধাভোগী। তিনি বলেন, ‘এই মহলটি রাজনীতিবিদ ও সংসদ সদস্যদের হেয় প্রতিপন্ন করার অশুভ উদ্দেশ্যে বিভ্রান্তিকর রিপোর্ট পরিবেশন করে, যা সমীচীন নয়।’

‘বেশিরভাগ সংসদ সদস্য এলাকায় যাননি’- গণমাধ্যমের এমন প্রতিবেদনের জবাবে তথ্যমন্ত্রী রবিবার (২৪ মে) তার মিন্টো রোডের সরকারি বাসভবনে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘করোনার শুরু থেকেই প্রায় সব সংসদ সদস্য নিজ নিজ এলাকায় ত্রাণ কার্যক্রম চালিয়ে আসছেন। আপনারা জানেন, সরকারের পক্ষ থেকে প্রত্যেককে ঘরে থাকার অনুরোধ জানানো হয়েছিল। সেটি সবার জন্যই প্রযোজ্য। আর সংসদ সদস্যরা এলাকায় গেলে কিছু লোকসমাগম হয়ই। সেটি যথাসম্ভব এড়ানোরও প্রয়োজন ছিল। কিন্তু বয়োজ্যেষ্ঠ ও অসুস্থ, যাদের বাসায় থাকার পরামর্শ দেওয়া হয়েছিল, তারা ও দুই-একজন ব্যতিক্রম বাদে প্রত্যেক সংসদ সদস্যই নিজ এলাকায় ত্রাণ তৎপরতায় অংশ নিয়েছেন ও নিচ্ছেন।’

ত্রাণ তৎপরতা চালাতে এলাকায় গিয়ে বসে থাকতে হয় না, বা নিজের হাতেও ত্রাণ দিতে হয় না উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘এলাকায় না গিয়েও লোকজনের মাধ্যমে ত্রাণ বিতরণ করা যায় এবং সেটি প্রত্যেক সংসদ সদস্য শুরু থেকেই করে আসছেন।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘বন্ধের মধ্যেও বেশিরভাগ মন্ত্রীর সরকারি কাজ ছিল এবং আছে। প্রত্যেককেই বিভিন্ন কাজ তদারক করতে হয়েছে।’

নিজ মন্ত্রণালয়ের উদাহরণ দিয়ে ড. হাছান বলেন, ‘আমাদের তথ্য মন্ত্রণালয় শুরু থেকেই খোলা। পূর্ণ বন্ধের মধ্যেও আমরা প্রতিদিন অফিস করেছি। আরও কিছু মন্ত্রণালয়ও করেছে।’

নিজ এলাকায় করোনা মোকাবিলা প্রসঙ্গে ড. হাছান বলেন, ‘এরমধ্যেই বেশ কয়েকবার আমাকে এলাকায় যেতে হয়েছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় বিভাগীয় সমন্বয় সভা করতে হয়েছে। এলাকায় থেকে ত্রাণ তদারক ও বিতরণের পাশাপাশি ঢাকা থেকেও আমি যেমন প্রতিদিন এলাকার খোঁজ-খবর নিচ্ছি, তেমনি অন্য সংসদ সদস্যরাও নিচ্ছেন।’

Bootstrap Image Preview