Bootstrap Image Preview
ঢাকা, ১৯ মঙ্গলবার, মার্চ ২০২৪ | ৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নোয়াখালীতে বাবা-ছেলের সহায়তা পেলেন ২৫০০ ছাত্রলীগ কর্মী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ মে ২০২০, ০২:০০ PM
আপডেট: ২৩ মে ২০২০, ০২:০০ PM

bdmorning Image Preview


বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস এ আক্রান্ত বাংলাদেশ। এ দুর্যোগের শুরু থেকেই নানামুখী সেবামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে বাংলাদেশ ছাত্রলীগ। এই ক্রান্তিকালে দেশের জনগণের সহযোগী হয়ে মাঠে রয়েছেন তারা। কখনো কৃষকদের ধান কেটে, কখনো নিজের জীবনের ঝুঁকি নিয়ে করোনায় মারা যাওয়া ব্যাক্তিদের দাফন কিংবা এই মহামারিতে অসহায় হতদরিদ্রদের ঘরে ত্রান সামগ্রী পৌছানোর অগ্রনায়ক ছাত্রলীগ। যার ব্যতিক্রম নয় নোয়াখালী জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরাও। কিন্তু এই সংকটে তারাও আছে অর্থনৈতিক সমস্যায়। এবার সেই সব অসচ্ছল ছাত্রলীগ ও তাদের পরিবারের পাশে দাড়িয়েছে নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী- ৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরি ও তরুণ রাজনীতিবিদ এমপি পুত্র সাবাব চৌধুরী।

জানা গেছে, স্থানীয় প্রতিটি উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীদের মাধ্যমে প্রায় আড়াই হাজার অসচ্ছল ছাত্রলীগ ও তাদের পরিবার পাচ্ছেন ২৫ লাখ টাকার উপহার সামগ্রী।

এই বিষয়ে একরাম চৌধুরী বলেন, ‘বহু বছর পর ছাত্রলীগের প্রশংসনীয় কাজ চোখে পড়েছে। তাদের বিভিন্ন কর্মকাণ্ড করোনার এই দূরসময়ে প্রশংসার দাবি রাখে। তারাও বিভিন্ন সংকটে রয়েছে। কিন্তু মুখ ফুটে বলতে পারছেন না। তাই এবারের ঈদে আমার স্থানীয় ছাত্রলীগের প্রতিটি ইউনিয়ন, উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের মাধ্যমে আড়াই হাজার ছাত্রলীগের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি।‘

তরুণ রাজনীতিবিদ এমপি পুত্র সাবাব চৌধুরী বলেন, ‘বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস মোকাবিলায় বাবা প্রথম দিন থেকেই একের পর এক যুগান্তকারী সব কর্মসূচী নিয়ে মানুষের পাশে থেকেছেন। বাবার এমন কর্মকাণ্ডে আমি সবসময় গর্ববোধ করি।‘

তিনি আরো বলেন,’ছাত্রলীগ সবসময় প্রশংসনীয় কাজ করে। তাদের জন্য বাবা এবং আমার ব্যক্তিগত উদ্দোগে এই কর্মকাণ্ড গ্রহণ করেছি। আমি আশা করি ঈদ আনন্দে এই উপহার ছাত্রলীগের মধ্যে শক্তি যোগাবে। আর সেই শক্তির বলেই করোনা মোকাবেলায় ছাত্রলীগ অগ্রনী ভূমিকা পালন করবে।‘

এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু থেকেই নোয়াখালী মানুষের পাশে রয়েছেন এমপি একরামের পরিবার। বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে অসহায়দের পাশে আছেন তারা।

Bootstrap Image Preview