Bootstrap Image Preview
ঢাকা, ১৯ মঙ্গলবার, মার্চ ২০২৪ | ৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সৌদি আরবে ঈদ রোববার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ মে ২০২০, ০৪:৪০ AM
আপডেট: ২৩ মে ২০২০, ০৪:৪৬ AM

bdmorning Image Preview
সংগ্রহীত


শুক্রবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শনিবার ৩০টি রোজা পূরণ শেষে রোববার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদযাপিত হবে ঈদুল ফিতর। আরব নিউজ, গালফ নিউজসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

এবার ঈদ এসেছে করোনাভাইরাস মহামারীর মধ্যে, (ডাব্লুএইচও) নির্দেশ দিয়েছে, যে লোকেরা তাদের নিজের নিরাপত্তা এবং অন্যের সুরক্ষার জন্য সর্বদা সামাজিক দূরত্ব বজায় রাখে। তারা আরও বলেছিল যে পবিত্র রমজান মাসে এটি অনুশীলন করা উচিত। "সর্বদা মানুষের মধ্যে কমপক্ষে ১ মিটার (৩ ফুট) দূরত্ব বজায় রাখুন"।

তাই ১২ মে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সৌদি আরবে আসন্ন ঈদুল ফিতরের পাঁচ দিনের সময়ে ২৪ ঘণ্টা কারফিউ জারি করা হয়েছে। সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, ঈদের আগ পর্যন্ত সৌদিতে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সকল অর্থনৈতিক কর্মকাণ্ড চালু রাখা যাবে।

তবে পবিত্র মক্কা নগরী এবং এর আশপাশের এলাকাগুলোতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারফিউ জারি থাকবে। আরব নিউজ, গালফ নিউজ।

Bootstrap Image Preview