Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ঈদের দিনও ২৪ ঘণ্টা কারফিউ থাকবে সৌদি আরবে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ মে ২০২০, ১২:২১ PM
আপডেট: ১৩ মে ২০২০, ১২:২১ PM

bdmorning Image Preview


মহামারী করোনাভাইরাস  এর বিস্তার রোধে সৌদিতে কারফিউ চলছে।মুসলিম প্রধান দেশটিতে ঈদের ছুটিতেও ২৪ ঘণ্টা কারফিউ থাকবে।

মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, রমজান মাসের শেষে ২৩ মে থেকে ২৭ মে পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।

গত ২৩ মার্চ ২১ দিনের কারফিউ জারি করে দেশটির সরকার। এরপর করোনার প্রাদুর্ভাব না কমায় ক্রমান্বয়ে বাড়ানো হয়ে কারফিউর মেয়াদ।

গত ২৬ এপ্রিল মক্কা ও এর আশপাশের এলাকা বাদে অন্যসব জায়গায় কারফিউ শিথিল করা হয়। এর আওতায় সকাল ৯টা থেকে বিকাল ৫টা নাগাদ মানুষজন চলাচল এবং দোকানপাট খোলার অনুমতি দেয়া হয়েছিল।

উল্লেখ্য, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে সৌদিতে মোট ৪২ হাজার ৯২৫ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২৬৪ জন; যার মধ্যে বাংলাদেশিও রয়েছেন।

Bootstrap Image Preview