Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শরীরে ৮ অস্বাভাবিক লক্ষণে চোখ রাখতে বললেন করোনা বিশেষজ্ঞ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ মে ২০২০, ১০:৪৬ PM
আপডেট: ১১ মে ২০২০, ১০:৪৬ PM

bdmorning Image Preview


বিশ্বজুড়ে চলছে করোনার মহামারি। এরই মধ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ লাখ ৮১ হাজার ২০২ জন।  এখন পর্যন্ত মারা গেছে ২ লাখ ৮৩ হাজার ৮৭৬ জন মানুষ। সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯৩ হাজার ৪৭৩ জন মানুষ। াপ্রতিদিনই হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এর মধ্যে কারো লক্ষণ প্রকাশ পাচ্ছে কারো বা লক্ষণ ছাড়াই মৃত্যু পর্যন্ত হচ্ছে। এই পরিস্থিতিতে করোনার ৮ টি লক্ষণের কথা বলেছেন যুক্তরাজ্যের এক বিশেষজ্ঞ।

যুক্তরাজ্যের গবেষকদের মতে, করোনার লক্ষণগুলো ১৪ দিনের বেশি সময় ধরেও দেখা দিতে পারে। এমনকি সেইটা হতে পারে ৩০ দিন। করোনা নিয়ে লিভারপুল স্কুল অফ ট্রপিকাল মেডিসিনের অধ্যাপক পল গার্নার ব্লগে লিখেছেন, কোভিড-১৯ পজেটিভ আসার পর প্রায় সাত সপ্তাহ যাবত আমি অনেক বেশি অসুস্থ ছিলাম। তিনি লিখেছেন, সাত সপ্তাহ চলাকালীন তিনি চরম ক্লান্তিতে ভুগছিলেন এবং তাঁর অন্যান্য লক্ষণও ছিল।

করোনার অস্বাভাবিক কিছু লক্ষণ:

>মাথা গরম হয়ে যাওয়া।

>পেট খারাপ

>কানে ভোঁ ভোঁ শব্দ আসা

>শরীরে প্রচণ্ড ব্যাথা

>শরীর বাকা হয়ে যাওয়া

>শ্বাস প্রশ্বাসে সমস্যা

>মাথা ঘোরা

>হাতে বাতের মত ব্যাথা হওয়া।

Bootstrap Image Preview