Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ব্রিটিশ ডিউক সম্মাননা পাচ্ছেন ঘুড়ি ফাউন্ডেশনের শরীফ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ মে ২০২০, ০৮:০২ PM
আপডেট: ১১ মে ২০২০, ০৮:০৬ PM

bdmorning Image Preview
ঘুড়ি ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ শরিফ


সমাজে দায়িত্বশীল প্রভাব রাখার জন্য এবারের ব্রিটিশ সোশ্যাল এনালাইসিসের ডিউক সম্মাননা-২০২০ পাচ্ছেন নাজরীন আলোয়-ঘুড়ি ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ শরিফ। তিনি বর্তমানে ইতালী প্রবাসী। সেখানে স্ত্রী ও একমাত্র কন্যাকে নিয়ে থাকেন তিনি।

পড়াশোনা ও কাজের তাগিদে কিশোর বয়সেই ইতালিমুখী হোন তিনি। কিন্তু দেশের প্রতি ছিল তার প্রবল দায়িত্বশীলতা। ২০১৬ সালে তিনি নাজরীন আলোয়-ঘুড়ি ফাউন্ডেশনে উপদেষ্টা হিসেবে নিয়োগ হোন। সেই থেকে তিনি সংগঠনটির অন্যতম সদস্য। কখনোই নিজের দায়িত্ব থেকে সরে যাননি তিনি। বরঞ্চ, নিষ্ঠার সাথে সকল প্রতিকূলতায় সংগঠনের পাশে ছায়ার মতো পাশে ছিলেন।

মোহাম্মদ শরীফ বলেন, 'দেশ থেকে অনেক দুরে থাকি। জীবিকার তাগিদে চাইলেই মুহুর্তের মধ্যে দেশে চলে আসতে পারিনা। কিন্তু বরাবরই ইচ্ছা ছিল দেশের মানুষের জন্য কিছু করার। ঘুড়ি আমাকে সেই সুযোগ করে দিয়েছে, আর আমি তা লুফে নিয়েছি।'

সংগঠনটির সভাপতি মেরিনা মিতু বলেন, 'তিনি এই এওয়ার্ডটি পাচ্ছেন মানে আমরা মনে করি এই সাফল্য শুধু তার না, পুরো টিম ঘুড়ির।' নাজরীন আলোয়-ঘুড়ি ফাউন্ডেশন একটি অলাভজনক প্রতিষ্ঠান। সমাজের প্রতি দায়িত্বশীল আচরণ দেখানোই এর মূল উদ্দেশ্য।

পথশিশুদের জন্য প্রি-স্কুলিং, উতসবে নতুন জামা বিতরণ, সচেতনতামূলক ক্যাম্পেইন, ত্রাণ বিতরণ, ব্লাড ডোনেট এমন নানান সব আয়োজন করে থাকেন এই সংগঠনটি৷

 

Bootstrap Image Preview