Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাড়ি ভাড়া মওকুফের দাবিতে রোড মার্চ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ মে ২০২০, ০৯:২৫ PM
আপডেট: ০৪ মে ২০২০, ০৯:২৫ PM

bdmorning Image Preview


সরকারিভাবে ভর্তুকি দিয়ে বাড়ি ভাড়া মওকুফের দাবিতে রোড মার্চ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে নতুনধারা বাংলাদেশের (এনডিবি)। নতুনধারা বাংলাদেশের (এনডিবি) উদ্যোগে সোমবার সকালে জাতীয় প্রেসক্লাব থেকে কর্মসূচি শুরু হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে গিয়ে শেষ হয়। স্মারকলিপিটি গ্রহণ করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষে আবদুল হামিদ।

সংগঠনের নেতারা বলেন, নতুন প্রজন্ম প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থাশীল। আর তাই কোনো আন্দোলন-সংগ্রাম নয়; আন্তরিকতার মধ্য দিয়ে-সামাজিক দূরত্ব বজায় রেখে রোড মার্চ করেছে ছাত্র-যুব-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা বাংলাদেশ এনডিবি। প্রধানমন্ত্রীর কাছে এই স্মারকলিপি পৌছলে তিনি নিরন্ন মানুষের পেটে ভাত দেয়ার পাশাপাশি সরকারিভাবে ভর্তুকি দিয়ে বাড়ি ভাড়া সমস্যায় জর্জরিত কোটি মানুষের সমাধানে কার্যত পদক্ষেপ নেবেন বলে আমরা বিশ্বাস করি। কেননা আমরা স্মারকলিপিতে উল্লেখ করেছি যে, জাতির এই ক্রান্তিকালে সারাবিশ্বের মত দেশও যখন স্থবির; তখন সহজ পন্থা হলো বাড়িওয়াদের ইউটিলিটি বিল মওকুফ করে বাড়িওয়ালাদেরকে ভাড়া মওকুফের প্রজ্ঞাপন জারি করা।

রোডমার্চের আগে সভায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাংবাদিক সাইফুল ফারুকী, আবু তাহের বাপ্পা, নাট্যকার ও অভিনেতা রাসেল মিয়া, মো. শরীফ, জাতীয় আদিবাসী ধারার সদস্য মিল্টন মারাক, মো. ইউসুফ, এমডি রুবেল, আফসার আহমেদ প্রমুখ। 

Bootstrap Image Preview