Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

চলতি মাসে দেশে ঘূর্ণিঝড়, বন্যা, তাপপ্রবাহ আঘাত হানতে পারে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ মে ২০২০, ০৯:১০ PM
আপডেট: ০৩ মে ২০২০, ০৯:১০ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


করোনার মাঝে চলতি মাসে দেশে নানা প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস রয়েছে। হতে পারে ঘূর্ণিঝড়, বন্যা, তাপপ্রবাহ।

আজ রোববার এ মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, মে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের পাশপাশি বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে অন্তত একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। দেশের উত্তর থেকে মধ্যাঞ্চল পর্যন্ত দুই থেকে তিন দিন মাঝারি থেকে তীব্র বজ্রঝড় (কালবৈশাখী) এবং দেশের অন্যত্র তিন থেকে চার দিন হালকা অথবা মাঝারি বজ্রঝড় (কালবৈশাখী) হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

আবার এই মে মাসেই উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহ। যার তাপ হতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি। সেই সঙ্গে এই মে মাসে ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের কিছু স্থানে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।।

Bootstrap Image Preview