Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঢাকায় করোনা পরীক্ষা ও চিকিৎসা করবে ৪ বেসরকারি হাসপাতাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২০, ০৪:৫৯ PM
আপডেট: ২৯ এপ্রিল ২০২০, ০৪:৫৯ PM

bdmorning Image Preview


মহামারী করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় পরীক্ষার সংখ্যা বাড়ানোর লক্ষে দেশে প্রথমবারের মতো ৪টি বেসরকারি হাসপাতালকে করোনাভাইরাস পরীক্ষা ও চিকিৎসার অনুমতি দিয়েছে সরকার।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

যে চারটি হাসপাতাল অনুমতি পেয়েছে, সেগুলো হল- ঢাকার এভারকেয়ার হাসপাতাল (সাবেক অ্যাপোলো), স্কয়ার হাসপাতাল, ইউনাইটেড হাসপাতাল এবং ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল।

এর মধ্যে শুধু নিজেদের ভর্তি রোগীদের করোনা আছে কিনা- সেজন্য নমুনা পরীক্ষা করবে ঢাকার এভারকেয়ার হাসপাতাল (সাবেক অ্যাপোলো), স্কয়ার হাসপাতাল, ইউনাইটেড হাসপাতাল। আর নিজেদের রোগী ছাড়াও বাইরের রোগীদের নমুনাও পরীক্ষা করতে পারবে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল।

ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা তিনটি হাসপাতালকে বাইরের রোগীর নমুনা পরীক্ষার অনুমতি না দেয়ার কারণ ব্যাখ্যা করে বলেন, অনেক ক্ষেত্রে ফলোআপে সমস্যা হতে পারে, সে কারণে তাদের এখনো বাইরের রোগীদের নমুনা পরীক্ষার অনুমতি দেয়া হয়নি।

Bootstrap Image Preview