Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ইরফানের মাঝে হুমায়ূন আহমেদের ছায়া খুঁজেছিল দর্শক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২০, ০৩:০৭ PM
আপডেট: ২৯ এপ্রিল ২০২০, ০৩:০৭ PM

bdmorning Image Preview


ইরফানের মাঝে হুমায়ূন আহমেদের ছায়া খুঁজেছিল এদেশের পাঠক ও দর্শকেরা। বাংলাদেশি চলচ্চিত্র ডুব- এ অভিনয় করেন ইরফান খান। এই ছবির গল্পটি তৈরি হয় পরিবারের প্রধান সদস্যের মৃত্যুর পরে দুইটি পরিবারের অটুট বন্ধনের কাহিনি নিয়ে। যেখানে একজন মধ্যবয়স্ক লেখক এক তরুণীর প্রেমে পড়েন যিনি তার মেয়ের বন্ধু। চলচ্চিত্রটির প্রধান ভাষ্য হচ্ছে যে,মৃত্যু সবসময় সব কিছু নিয়ে যায় না,অনেক সময় কিছু দিয়েও যায়। ছবির গল্প নিয়ে তুমুল হইচই শুরু হয়।

অভিযোগ ওঠে হুমায়ূন আহমেদের পরিবারকে নিয়ে সিনেমার গল্প। তবে এ অভিযোগকে আমল দেনননি নির্মাতা ফারুকী। কলকাতার আনন্দবাজার পত্রিকা অবশ্য স্পষ্টই বলে দেয় এটা হুমায়ূন আহমেদের জীবনের ওপর লেখা কাহিনি দিয়েই নির্মিত হয়েছে। যাই হোক সকল বিতর্কের অবসান ঘটিয়ে ডুব বাংলাদেশে মুক্তি পায়। মানুষ দলবেঁধে হলে গিয়ে খুঁজেছিলেন হুমায়ূনকে। জানি না, সে ভক্তরা ইরফানের মাঝে কতটুকু পেয়েছিলেন তাদের লেখককে। 

তবে বাংলাদেশি দর্শকেরা একজন শক্তিমান অভিনেতাকে যে খুঁজে পেয়েছিলেন, তাতে কোনো ভুল নেই। পরিচিত হয়েছিলেন একজন ইরফান খানের সাথে যিনি মিশেছিলেন এই বাংলার সংস্কৃতির সঙ্গে।   

ইরফান খান লকডাউনের মধ্যে মঙ্গলবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন ইরফান খান। সঙ্গে সঙ্গে তাঁকে মুম্বাইয়ের ধীরুভাই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চলছিল তাঁর চিকিতসা। তবে চিকিতসার মাঝেই ছড়িয়ে পড়ে পিকু অভিনেতার মৃত্যুর গুঞ্জন। যদিও গুঞ্জনকে নস্যাত করে দেন বলিউড অভিনেতার মুখপাত্র। কিন্তু সবশেষ সেটাই সত্য হলো।

তিনি স্পষ্ট জানান, কোলন ইনফেকশন নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে ইরফানকে। তাঁর শরীরের দিকে নজর রাখছেন চিকিতসকরা। অসুস্থতার মধ্যেও অসম্ভব মনের জোর অভিনেতার। ফলে শিগগিরই তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন অভিনেতার মুখপাত্র। কিন্তু শেষ পর্যন্ত লড়াই থেমে যায়। প্রয়াত হন বলিউডের এই বর্ষীয়ান অভিনেতা।

অনেক দিনে থেকেই ক্যান্সারের সঙ্গে লড়াই করে চলেছেন তিনি। বিদেশে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে কয়েক মাস আগে দেশে ফিরেন। এখানেও নিয়মিত চিকৎসার মধ্যেই ছিলেন তিনি। এদিকে গত শনিবার রাজস্থানের জয়পুরে মারা যান তার মা সাইদা বেগম।

লকডাউনের কারণে মাকে কাছে থেকে শেষবারের মতো দেখতে পারেননি ইরফান। ভিডিও কনফারেন্সের সাহায্যে মাকে দেখেন। ধারণা করা হচ্ছে মাকে হারানো শোক সামলাতে না পেরেই আবারও অসুস্থ হয়ে পড়েন ৫৪ বছর বয়সী ইরফান খান। 

২০১৮ সালের শুরুতে নিজের ক্যান্সারের চিকিৎসা করাতে যুক্তরাজ্যে পাড়ি জমিয়ে ছিলেন ইরফান খান। দেড় বছরেরও বেশি সময় পরে দেশে ফেরেন তিনি। মুম্বাই বিমানবন্দরে তাকে হুইল চেয়ারে বসা অবস্থায় দেখা যায়।

Bootstrap Image Preview