Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

এলিয়েন আছে প্রমাণ করতে ভিনগ্রহের যানের তিনটি গোপন ভিডিও ফাঁস করল পেন্টাগন!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২০, ০২:৪৯ PM
আপডেট: ২৮ এপ্রিল ২০২০, ০২:৪৯ PM

bdmorning Image Preview


ভিনগ্রহের যান বা আনআইডেন্টিফায়েড অবজেক্ট (ইউএফও) নিয়ে নানা গল্প-গুঞ্জন শোনা যায় বিশ্বজুড়ে। কিন্তু সত্যি সত্যিই যদি আপনার চোখের সামনে হাজির হয় এমন কিছু? এর অস্তিত্ব আদৌ আছে কি না, তা নিয়েও দীর্ঘ সময় ধরে চলেছে নানা বিতর্ক। গত বছর এই বিতর্ক আরও খানিকটা উসকে দিয়েছিলেন আমেরিকার নৌ-পাইলটরা। তাঁরা দাবি করেছিলেন কোনও ইঞ্জিন অথবা এগজস্ট প্লাম ছাড়াই উড়ন্ত বস্তু দেখেছেন যা ভিনগ্রহের যান ছাড়া আর কিছুই হতে পারে না।

এরই মধ্যে কিছু ইউএফও-র ভিডিয়ো তোলা হয়েছিল যা একসময়ে সোশ্যাল মিডিয়াতেও ফাঁস হয়ে যায়। সেই সময়ে এই দাবি বিশেষজ্ঞরা খারিজ করে দিয়ে বলেন, সেগুলি ইউএফও নয়, বরং বায়ুমণ্ডলীয় প্রভাব এবং প্রতিবিম্ব অথবা স্রেফ নিউরোলজিকাল ওভারলোড।

কিন্তু সোমবার পেন্টাগনের এক চাঞ্চল্যকর পদক্ষেপ সারা দুনিয়ায় হইচই ফেলে দিল। তিনটি ফাঁস হওয়া ভিডিয়ো ডিক্লাসিফাই করেছে পেন্টাগন। আর এই ভিডিয়োতেই দেখা যাচ্ছে মার্কিন নৌ-পাইলটরা ইউএফও-র মুখোমুখি হয়েছেন। আমেরিকার প্রতিরক্ষা দফতরের তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে পেন্টাগনের সাফ বক্তব্য, এই অস্পষ্ট ভিডিয়োগুলি রিলিজ করা হয়েছে যাতে মানুষের মনে ইউএফও-র অস্তিত্ব নিয়ে কোনও রকম ভুল ধারণা অথবা দ্বিধা না থাকে। পেন্টাগন জানায় এই ভিডিয়োতে এমন সব 'unexplained aerial phenomena' নজরে এসেছে যা আগে কখনও দেখা যায়নি।

বিবৃতিতে বলা হয়েছে, “After a thorough review, the department has determined that the authorized release of these unclassified videos does not reveal any sensitive capabilities or systems, and does not impinge on any subsequent investigations of military air space incursions by unidentified aerial phenomena,” read the statement.

Bootstrap Image Preview