Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, জানুয়ারী ২০২৬ | ১৯ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গাজীপুরে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২০, ০৫:২৪ PM
আপডেট: ২৩ এপ্রিল ২০২০, ০৫:২৪ PM

bdmorning Image Preview


গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুবৃর্ত্তরা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে নিজেদের ঘরে তাদের হত্যা করা হয়।

হত্যাকাণ্ডের শিকার চারজন হলেন- ময়মনসিংহের পাগলা থানার লংগাইর ইউনিয়নের গোলাবাড়ী গ্রামের মালয়েশিয়া প্রবাসী কাজলের স্ত্রী ফাতেমা আক্তার (৪০), তার বড় মেয়ে নুরা (১৪), ছোট মেয়ে হাওরিন (১১) ও প্রতিবন্ধী ছেলে ফাদিল (৬)। তারা জৈনাবাজার এলাকায় জমি কিনে বাড়ি বানিয়ে বসবাস করে আসছিলেন।

প্রবাসী কাজলের ছোট ভাই আরিফ জাগো নিউজকে জানান, তার বড় ভাই কাজল দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় থাকেন। জানা মতে, তার ভাইয়ের কোনো শত্রু নেই। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।

Bootstrap Image Preview