Bootstrap Image Preview
ঢাকা, ০৭ রবিবার, জুন ২০২০ | ২৩ জ্যৈষ্ঠ ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

করোনা রুগীদের জন্য বাড়ি ছেড়ে দিতে চায় বিএনপি নেতা মেজর (অব.) হানিফ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২০, ০৬:৫৩ PM
আপডেট: ২২ এপ্রিল ২০২০, ০৬:৫৩ PM

bdmorning Image Preview


করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তদের চিকিৎসা দেওয়ার জন্য নিজের বাড়িটি আইসোলেশন সেন্টার হিসেবে ব্যবহারের প্রস্তাব দিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মেজর (অব.) মুহাম্মদ হানিফ। 

বুধবার (২২ এপ্রিল) সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জ ভাসানী রোডের দ্বিতল বাড়িটি আইসোলেশন সেন্টার হিসেবে ব্যবহার করার জন্য সিভিল সার্জন বরাবর লিখিত প্রস্তাব দেন তিনি। 

মেজর (অব.) মুহাম্মদ হানিফ বলেন, বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাসের করাল গ্রাস থেকে সিরাজগঞ্জ জেলা নিরাপদ ও মুক্ত নয়। ইতোমধ্যে একাধিক ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ অবস্থায় করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের আইসোলেশনের জন্য আবাসন প্রয়োজন হলে আমার শহরের ভাসানী রোডের বাড়িটি আইসোলেশনের সেন্টার ও ভাইরাসে আক্রান্তদের ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছে। এ বিষয়ে আমার ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস দিয়েছি। 

সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম বলেন, বিএনপি নেতা হানিফের প্রস্তাবটি ভাল। তবে এ বিষয়ে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক বরাবর আবেদন করতে হবে। তিনি অনুমতি দিলে বাড়িটি আমরা ব্যবহার করতে পারবো। 

Bootstrap Image Preview