Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যুক্তরাষ্ট্রের সংবাদপত্রের ১৫ পৃষ্ঠাজুড়ে শুধুই মৃতদের নাম!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২০, ০১:১৮ AM
আপডেট: ২১ এপ্রিল ২০২০, ০১:১৮ AM

bdmorning Image Preview


করোনার ভয়াল থাবায় লাশের মিছিল বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে। চীন থেকে ছড়িয়ে পড়া করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশ এখন যুক্তরাষ্ট্র। দেশটিতে এরই মধ্যে মৃত্যু হয়েছে ৪০ হাজারেরও বেশি মানুষের। আক্রান্ত হয়েছে ৭ লাখ ৬৫ হাজার। করোনার হটস্পট নিউইয়র্ক নগরী কার্যত মৃত্যুপুরী। খাঁ খাঁ করছে স্বপ্নের শহর শিকাগো। মৃত্যুর করাল থাবা পড়েছে ম্যাসাচুসেটস শহরেও। মানব সভ্যতা আর বিজ্ঞানের উদ্ধত জয়রথের চাকা থামিয়ে দিয়েছে একটি অদৃশ্য শত্রু। তবে এহেন পরিস্থিতিতেও মনোবল অটুট মার্কিনিদের। করোনার বিরুদ্ধে সংঘবদ্ধ লড়াইয়ের ডাক দিয়ে ১৫ পাতা জুড়ে মৃত ব্যক্তিদের নাম প্রকাশ করে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছে দেশটির এক শীর্ষ সংবাদপত্র।

কঠিন সময়ে ম্যাসাচুসেটস শহরে করোনায় মৃত্যুর কোলে ঢলে পড়া নাগরিকদের অভিনব কায়দায় শ্রদ্ধা জানিয়েছে ‘বোস্টন গ্লোব’। পত্রিকাটির রবিবারের বিশেষ সংখ্যায় ১৫ পাতা জুড়ে শহরের মৃত ব্যক্তিদের নাম ছাপা হয়েছে। এ পর্যন্ত ম্যাসাচুসেটস শহরে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৮ হাজারেরও বেশি মানুষ। মৃত্যু হয়েছে অন্তত ১ হাজার ৭০০ জনের। শুধুমাত্র শহরের ডরচেস্টার এলাকায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ২০০ মানুষ।

এদিকে, করোনায় মৃতদের প্রতি ‘বোস্টন গ্লোব’-এর এই শ্রদ্ধার্ঘ্য সাড়া ফেলেছে নেটদুনিয়ায়। অনেকেই টুইট করে পত্রিকাটির প্রশংসা করছেন। এর আগে ইতালির একটি কাগজ করোনায় মৃতদের নাম প্রকাশ করে শ্রদ্ধা জানিয়েছিল। তবে সেখানে এতগুলি নাম প্রকাশ করা হয়নি। 

উল্লেখ্য, ২০১৯-এর শেষের দিকে চীনের উহান শহরে প্রথম করোনার প্রাদুর্ভাব ঘটে। চীন প্রথমে স্বীকার না করলেও পরে তদন্তে প্রকাশ্যে আসে এক অত্যন্ত বিপজ্জনক অদৃশ্য ঘাতকের কথা। বিশ্ব জানতে পারে কভিড-১৯-এর মারণ ক্ষমতা কত। তবে পরিস্থিতি পাল্টেছে। চীনে উৎপত্তি হলেও, করোনার এপিসেন্টার হয়ে উঠেছে আমেরিকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিউইয়র্ক শহর। শত চেষ্টা সত্ত্বেও কিছুতেই পরিস্থিতি সামাল দিতে পারছে না প্রশাসন।

সূত্র- হিন্দুস্তান টাইমস।  

Bootstrap Image Preview