Bootstrap Image Preview
ঢাকা, ২৫ সোমবার, জানুয়ারী ২০২১ | ১২ মাঘ ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

করোনায় সোনালী ব্যাংকের কর্মকর্তা আক্রান্ত, শিল্প ভবন শাখা বন্ধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২০, ০৬:০১ PM
আপডেট: ২০ এপ্রিল ২০২০, ০৬:০৩ PM

bdmorning Image Preview


করোনাভাইরাসে ব্যাংক কর্মকর্তা আক্রান্ত হওয়ায় রাজধানীর দিলকুশা শিল্প ভবনের সোনালী ব্যাংকের কর্পোরেট শাখা সাময়িক বন্ধ ঘোষণা করা হ‌য়ে‌ছে।

সোমবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন, ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আতাউর রহমান প্রধান।

তিনি জানান, ব্যাংকের শিল্প ভবন কর্পোরেট শাখার এক কর্মকর্তা করোনা পরীক্ষায় পজেটিভ রিপোর্ট এসেছে। এ কারণে শাখাটি বন্ধ রেখেছেন।

তিনি বলেন, আক্রান্ত কর্মকর্তার স‌ঙ্গে থাকা আ‌রও চারজন ছিলেন। তাদেরসহ শাখার সবাইকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এখন আপাতত ব্যাংকের শাখা‌টি বন্ধ থাকবে।

তবে বন্ধ শাখার কার্যক্রম মতিঝিল দিলকুশা শাখায় হবে ব‌লে তিনি জানান।

Bootstrap Image Preview