Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'আমিই সেই নার্স, করোনা রোগীর ভেন্টিলেটর বন্ধ করার ভয়াবহ দায়িত্বটা আমার'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২০, ০৪:১৯ PM
আপডেট: ২০ এপ্রিল ২০২০, ০৪:২১ PM

bdmorning Image Preview
জুয়ানিটা নিত্তিলা


লন্ডনের রয়্যাল ফ্রি হাসপাতালের চিফ নার্স জুয়ানিটা নিত্তিলা। করোনা আক্রান্ত রোগীর ভেন্টিলেটর বন্ধ করার দায়িত্বে রয়েছেন ইনিই। অর্থাত্‍ ভেন্টিলেটরে থেকেও কোনও রোগীর বিন্দুমাত্র উন্নতি না হলে তাঁর ভেন্টিলেটর বন্ধ করার সিদ্ধান্ত নেন ডাক্তাররা। আর সেই কাজটা হাতেকলমে করতে হয় জুয়ানিটাকেই।

এই কাজ অত্যন্ত ভয়াবহ বলে জানিয়েছেন জুয়ানিটা। কারণ একজন গুরুতর অসুস্থ করোনা রোগীর কাছে ভেন্টিলেটর বন্ধ করার অর্থ মৃত্যু। রাতের পর রাত তাঁর ঘুম হয় না বলে জানিয়েছেন জুয়ানিটা। তিনি বলেন যে আমার সব সময়ই মনে হয় যে আমিই কারোর মৃত্যুর জন্য দায়ী। রোগীর ভেন্টিলেটর বন্ধ করার পর শ্বাসযন্ত্রের কাজ সম্পূর্ণ বন্ধ হয়ে না যাওয়া পর্যন্ত তিনি সেই রোগীর হাত ধরে বসে থাকেন বলে জানিয়েছেন।

ভেন্টিলটর বন্ধ করার আগে বাড়ির লোককে ফোন করে সিদ্ধান্তর কথা জানিয়ে দেওয়া হয়। অনেকে শেষ বারের মতো ফোনে কথা বলতে চান, কেউ মৃত্যুপথযাত্রী প্রিয়জনের কানে মোবাইলে প্রার্থনা করেন। কেউ আবার মোবাইলে ওই মৃত্যুপথযাত্রীর প্রিয় গান বাজাতে অনুরোধ করেন।

সুত্রঃ ইন্ডিয়ান টাইমস 

Bootstrap Image Preview