Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রকৃতি নির্মল হবে, এই সমাজ পাপমুক্ত হবে

শাহরিয়ার নিশান।। 
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২০, ০৩:৪০ AM
আপডেট: ১৫ এপ্রিল ২০২০, ০৩:৪০ AM

bdmorning Image Preview
ছবি: আবু সুফিয়ান জুয়েল


শাহরিয়ার নিশান।। 

মৃত্যু-ভয়-আতঙ্ক। সব মিলিয়ে চারদিকে দমবন্ধ অবস্থা। দেখতে দেখতে ৩৭তম দিনে এসে দেশে করোনা শনাক্তের মোট সংখ্যা দাঁড়াল ১ হাজার ১২ জন। আর মৃত ব্যক্তির সংখ্যা বেড়ে হয়েছে ৪৬। যেখানে প্রথম ১০০ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছিলো ২৮ দিনে, সেখানে শেষ পাঁচ দিনেই (২০৯+১৮২+১৩৯+৫৮+৯৪) মোট শনাক্ত হয়েছে ৬৮২ জন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত টেস্ট করা হয় ১৩ হাজার ১২৮ জনকে। এর মধ্যে করোনা শনাক্ত হয় ১০১২ জনের। এ পর্যন্ত মারা গেছেন ৪৬ জন। গত ২৪ ঘণ্টায় ১৯০৫ জনের পরীক্ষা হয়। করোনায় বাংলাদেশে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্তে হয়েছে গতকাল মঙ্গলবারই । এই দিন মারা যান ৭ জন।

যদিও এখানে শনাক্তের হিসাব দেওয়া হয়েছে। কিন্তু দেশে প্রকৃত করোনা রোগীর সংখ্যা বহুগুণ। বাংলাদেশে পরীক্ষার হার কম। যা বিশ্বের সর্বনিম্ন! এ কারণে শনাক্তের হারও কম। তবে কিন্তু মৃত্যুহার বেশি। অন্যদিকে দেশে প্রতিদিন করোনা উপসর্গ নিয়ে বহু মানুষ মারা যাচ্ছে। যারা হিসাবের বাহিরেই পড়ে যাচ্ছে।

লকডাউন চলছে। বাইরে যাওয়া বন্ধ। প্রায় একমাস হতে চলল বাসাতেই আছি। জানি না, কত দিন এ অবস্থা চলবে। শুধু একটাই জানি, এভাবে থাকা ছাড়া বাঁচার উপায় নেই। প্রতিমুহূর্তে নিজেকে এইটুকুই বলে আশ্বস্ত করি, করোনা ভাইরাস তো চিরদিন তো থাকবে না। কোনো একটা সময় চলে যাবে, কিংবা দুর্বল হয়ে পড়বে। প্রকৃতি নির্মল হবে, এই সমাজ পাপমুক্ত হবে।

কথায় আছে শেষ ভাল যার, সব ভাল তার। তাই কষ্ট হলেও শুধুমাত্র আপনি ঘরে থাকলেই আপনার সাথে আপনার পরিবার বেঁচে থাকবে। রাষ্ট্র নিরাপদ থাকবে।

Bootstrap Image Preview