Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

করোনায় আক্রান্ত কনস্টেবল , কোয়ারেন্টাইনে ৪৩৪ আর্মড পুলিশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২০, ০২:৪১ AM
আপডেট: ০৯ এপ্রিল ২০২০, ০২:৪১ AM

bdmorning Image Preview
প্রতীকী


ময়মনসিংহের মুক্তাগাছায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক কনস্টেবলের করোনা পজিটিভ ধরা পড়েছে। তাকে নগরীর এসকে হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।

করোনায় পজিটিভ হওয়ায় বুধবার (০৮ এপ্রিল) সন্ধ্যা থেকে ৪৩৪ সদস্যসহ মুক্তাগাছার এপিবিএন সদর দপ্তর সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক মিজানুর রহমান জানান, ময়মনসিংহ পিসিআর ল্যাবে বুধবার ৫০ জন রোগীর নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ময়মনসিংহের মুক্তাগাছার এপিবিএন'র একজন কনস্টেবল এবং অপরজন জামালপুর জেলার মাদারগঞ্জের বাসিন্দার করোনায় পজিটিভ রেজাল্ট আসে।

তিনি জানান, খবরটি নিশ্চিত হওয়ার পর মুক্তাগাছা এপিবিএন সদরদপ্তর লকডাউন করা হয়েছে। মুক্তাগাছার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবর্ণা সরকার সন্ধ্যায় হ্যান্ডমাইকে ঘোষণা দিয়ে লকডাউনের নোটিশ টানিয়ে দেন।

জেলার সিভিল সার্জন ডা. এ বি এম মসিউল আলম জানান, পুলিশের ওই কনস্টেবল গত মাসের শেষ দিকে ঢাকার এসপিবিএন (স্পেশাল পুলিশ ব্যাটালিয়ন) থেকে বদলি হয়ে ময়মনসিংহ এপিবিএনে যোগদান করেন। তার বাড়ি জয়পুরহাট বলে জানা গেছে।

Bootstrap Image Preview