Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

খাবার পেয়ে খুশিতে কাঁদলেন দুখু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২০, ১১:১৬ PM
আপডেট: ০৮ এপ্রিল ২০২০, ১১:১৬ PM

bdmorning Image Preview


খেটে খাওয়া, দিন মুজুর মানুষের কাছে করোনার থেকেও বড় জ্বালা ক্ষুধার জ্বালা। নুন আনতে যাদের পানতা ফুরাই ,দেশের এমন পরিস্থিতে এই মানুষগুলো দু'মুঠো ভাতের জন্য  দ্বারে দ্বারে ছুটছেন।

করোনার প্রভাব বাংলাদেশে দিনের পর দিন বাড়ছে। প্রাণঘাতি এই ভাইরাস মোকাবেলার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা  প্রায় সব ধরণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু সরকারেরে একার  পক্ষে  এই পরিস্থিতি  মোকাবেলা করা সম্ভব নয়। 

তাই দেশের এমন কঠিন সময়ে স্বেচ্ছায় এগিয়ে এসেছে ঝিনাইদহের ধোপাঘাটা গোবিন্দপুরের গ্রামের যুবকরা। নিজ দায়িত্বে গ্রাম লক ডাইন করেছেন। বাড়ি,বাড়ি গিয়ে সবাইকে সচেতন  করছেন।   

শুধু তাই নয়, তিন হাজার  মানুষের বসবাসকারী এই গ্রামের অনেকের আর্থিক অবস্থা  খারাপ হওয়ায় তাদের পাশে দাঁড়িয়েছেন। নিজেদের সামর্থ্য  অনুয়াযী অনাহারে থাকা এই মানুষ গুলোর দ্বারে দ্বারে খাবার পৌঁছিয়ে দিচ্ছেন। 

দেশের  এই দুঃসময়ে শুধু গোবিন্দপুরের গ্রামের  কুদ্দুস, সোহেল, রিপনের মত যুবকরা এগিয়ে আসলেই হবে না। এগিয়ে আসতে হবে সবার।সরকারের পাশাপাশি নিজেদের সামর্থ্য অনুয়াযী সমাজের চার পাশে  অনাহারে  থাকা মানুষদের দিকে হাত বাড়িয়ে দিতে হবে। হয়তো সেটা বড় কিছু না হলেও এক সাথে বাঁচতে শেখাবে। 

Bootstrap Image Preview