Bootstrap Image Preview
ঢাকা, ০১ সোমবার, জুন ২০২০ | ১৮ জ্যৈষ্ঠ ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

কক্সবাজার সৈকতে ভেসে এলো মরা ডলফিন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২০, ০২:১১ AM
আপডেট: ০৫ এপ্রিল ২০২০, ০২:১১ AM

bdmorning Image Preview


কক্সবাজারের টেকনাফ সৈকতে ভেসে এসেছে আরও একটি মরা ডলফিন।  

শনিবার (৪ এপ্রিল) বিকেলে কক্সবাজারের টেকনাফের শাপলাপুর সৈকতে একটি মৃত ডলফিনটি দেখা যায়। এটিসহ দুই দিনে ভেসে এলো দু’টি মরা ডলফিন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডলফিনটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে জালে আটকা পড়ে ডলফিনটি মারা গেছে। 

অথচ মার্চের শেষ সপ্তাহে কক্সবাজার কলাতলী সৈকতের একদম লোকালয়ের কাছে এসে ডিগবাজিতে মেতে ওঠে একদল ডলফিন। এ বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন অনেকে। এর সপ্তাহখানেক পরই টেকনাফ সৈকতে মরা ডলফিন ভেসে এলো।

Bootstrap Image Preview