Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তেজগাঁওয়ে ব্যাক্তি উদ্যোগে সাবান-মাস্ক বিতরণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ মার্চ ২০২০, ০৪:৩৮ PM
আপডেট: ২৫ মার্চ ২০২০, ০৪:৩৮ PM

bdmorning Image Preview


করোনাভাইরাস প্রতিরোধে ব্যাক্তি উদ্যোগে মসজিদ-মাদ্রাসা, বস্তি ও নিম্নআয়ের মানুষের মাঝে ৪ হাজার সাবান ও মাস্ক বিতরণ করেন সমাজসেবক ও আওয়ামী লীগ কর্মী মোহাম্মদ বিল্লাল হোসেন।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকালে তেজগাঁও তেজকুনীপাড়া এলাকায় দুটি মাদ্রাসার শিক্ষার্থীদের এবং একটি বস্তি ও রিকশা চালক ও পথচারীদের মাঝে বিনামূল্যে চার হাজার সাবান ও মাস্ক বিতরণ করে।

এছাড়াও করোনা ভাইরাসের লক্ষণ ও প্রতিকারে সচেতনতা মূলক কর্মসূচি পালন করা হয়। এবং একদল হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়ানোর কর্মসূচি করেন। সাবান ও মাস্ক বিতরন ২৬ নং ওয়ার্ড আওয়ামী সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন রিপন, ওয়ার্ড শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক মাইনুদ্দিন এবং এলাকা যুবকদের নিয়ে এ কর্মসূচি পালন করা হয়।

প্রাণঘাতী করোনা ভাইরাস এর সারাবিশ্বে প্রতিদিন মারা যাচ্ছে হাজার হাজার মানুষ। পৃথিবীর বহু চিকিৎসা বিজ্ঞানীরা দিনরাত গবেষণা চালিয়েও মিলছে না করোনা ভাইরাস এর প্রতিষেধক। বর্তমানে বাংলাদেশেও এই ভাইরাসে প্রাণ গেছে তিনজনের। আক্রান্ত বহু মানুষ। প্রতিনিয়ত হুহু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। জনবহুল বাংলাদেশে করোনা ভাইরাসের বিস্তার রোধে সতর্ক ও জনসচেতনতা কোনো বিকল্প নেই। তাই সরকারের পাশাপাশি সাবলম্ভিদের অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকার আহবান জানান এই উদ্যোগত্তা বিল্লাল হোসেন।

তিনি বলেন, করোনাভাইরাস বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশেও বিস্তার লাভ করছে। সামনে আরো ভয়াবহ রূপ নিয়ে পারে। এই ভাইরাস থেকে মুক্তি পেতে জনসমাগম এড়িয়ে চলা এবং সচেতনতা কোনো বিকল্প নেই। তিনি আরো বলেন, আমাদের দেশে নিম্নআয়ের গরীব মানুষ অনেক বেশি। এই পরিস্থিতিতে বিত্তশালী সকলের উচিৎ সরকারের পাশাপাশি এসব মানুষের পাশে দাঁড়ানো।

Bootstrap Image Preview