Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বহুল আলোচিত কামরাঙিরচর থানা ছাত্রলীগের কমিটি ঘোষণা।

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ মার্চ ২০২০, ১১:১৭ PM
আপডেট: ০১ মার্চ ২০২০, ১১:১৭ PM

bdmorning Image Preview


কামরাঙিরচর থানার আহবায়ক কমিটি ঘোষণা করা হয় প্রায় দুবছর আগে। অতঃপর সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির জন্য আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয় গতবছর ২১শে জানুয়ারী।

আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণার দীর্ঘ প্রতিক্ষার পর কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। ছাত্রলীগের নেতাকর্মীদের দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এই ঘোষণায়। ঘোষণাটি প্রকাশ হওয়ার পর পরই সভাপতি ও সাধারণ সম্পাদকের কর্মী-সমর্থকরা বিজয় উল্লাসে ফেটে পড়েন।

গত ২৬ শে ফেব্রুয়ারি বুধবার রাত ১০টায় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ এক জরুরী সভার ডাক দেন। উক্ত সভায় তাদের দুজনের স্বাক্ষরিত ঘোষণাপত্রে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে আগামী ১ বছরের জন্য কামরাঙিরচর থানা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত এই কমিটি নিয়ে কারো কোনো দ্বিমত নেই বলেও জানা গেছে। স্থানীয় এমপি এড. কামরুল ইসলাম এবং কামরাঙিরচর থানা আওয়ামী লীগ এই কমিটিকে সাধুবাদ জানিয়েছেন।

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের অন্তর্গত কামরাঙ্গীরচর থানার সংক্ষিপ্ত কমিটি নিম্নরূপ-
সভাপতিঃ- মোঃ পারভেজ হোসেন (বিপ্লব)
সাধারণ-সম্পাদকঃ- এইচ এম মাসুদ (মিন্টু)
সাংগঠনিক সম্পাদকঃ- মোহাম্মদ শরিফুল ইসলাম (শরিফ)

কমিটি ঘোষণার বিষয়ে জানতে চেয়ে জনাব পারভেজ হোসেন বিপ্লবের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়। তিনি বরাবরের মত সাংবাদিকদের প্রতি শ্রদ্ধ্যাশীল এবং সন্তুষ্টি প্রকাশ করে বলেন, প্রথমেই আমি মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। পাশাপাশি, আমার বাবা-মায়ের প্রতি সম্মান প্রদর্শন করছি।

এমনকি, আমার রাজনৈতিক গুরু, আমার পরামর্শদাতা ৫৬ ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেনের প্রতি সম্মান প্রদর্শন করছি। সর্বোপরি, আমাদের স্থানীয় সাংসদ জনাব অ্যাডভোকেট কামরুল ইসলাম কে অসংখ্য ধন্যবাদ জানাই, তিনি সকল পরিস্থিতিতে আমার পাশে ছিলেন, বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিতে নিজেকে উৎসর্গ করার অনুপ্রেরণা দিয়েছেন।

তাছাড়াও, কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী, ছাত্রলীগের নেতাকর্মী, আমার অনুসারী ও কামরাঙ্গীরচরবাসীকে ধন্যবাদ জানাই। আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে, আমার কোনো ভাই নেই, আমার সংগঠণের কর্মীরাই আমার ভাই। আজকের আমাকে এই পর্যন্ত আনতে আমার কর্মীরা যথেষ্ট পরিশ্রম করেছে। সবার দোয়া, সমর্থন ও সহযোগিতায় আজকে আমি উক্ত পদে অধিষ্ঠিত হতে পেরেছি।

তিনি বলেন, ভবিষ্যতে যদি সবাই এমনিভাবে আমার পাশে থাকেন তাহলে, আমি কামরাঙ্গীরচর ছাত্রলীগকে বঙ্গবন্ধুর আদর্শের একটি আধুনিক, পরিচ্ছন্ন, ডিজিটাল ও মডেল আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে গড়ে তুলতে পারবো। বিএনপি-জামাতের চক্রান্তের কালো হাতকে গুড়িয়ে দেওয়ার প্রত্যয়ে সর্বদা রাজপথে নিজের জীবন বিলিয়ে দিতে পিছপা হবো না।

Bootstrap Image Preview