Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নেতাদের আটকে রেখেই কাশ্মীরে নির্বাচন ঘোষণা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২০, ০৯:৪০ AM
আপডেট: ১৫ ফেব্রুয়ারী ২০২০, ০৯:৪০ AM

bdmorning Image Preview


শত শত রাজনীতিক ও নেতাকর্মীকে কারাগারে আটকে রেখেই জম্মু-কাশ্মীরে স্থানীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৫ মার্চ থেকে শুরু হবে পঞ্চায়েত ভোট।

বৃহস্পতিবার ঘোষণা করেছে ভারতের নির্বাচন কমিশন। জম্মু ও কাশ্মীরের প্রধান নির্বাচনী কর্মকর্তা শালিন্দর কুমার বলেন, জম্মু ও কাশ্মীরে নির্বাচনী আচরণবিধি কার্যকর করা হয়েছে।

জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ ও পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার পর এই প্রথম কোনো ভোট হতে যাচ্ছে। জম্মু-কাশ্মীরের ৩ সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতিসহ বিরোধী দলগুলোর প্রায় সব শীর্ষনেতাই গৃহবন্দি।

এনডিটিভি জানিয়েছে, কাশ্মীরের গ্রাম পঞ্চায়েতে পঞ্চ ও সরপঞ্চে ১৩ হাজার আসন খালি রয়েছে। সেই আসনগুলোর জন্য পঞ্চায়েত ভোট হবে। ৮ দফায় হবে ভোট। ৫ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত।

২০১৮ সালের নভেম্বর মাস থেকে জম্মু-কাশ্মীরের গ্রাম পঞ্চায়েতে ওই আসনগুলো খালি পড়ে রয়েছে। গত ৫ আগস্ট জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ করা হয়।

একই সঙ্গে জম্মু-কাশ্মীর ও লাদাখকে পৃথক দুটি কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করে কেন্দ্র। তারপর থেকে উপত্যকাজুড়ে চলেছে উত্তেজনা। সংসদের ভেতরে ও বাইরে বিরোধীরা সরব হয়েছেন মোদি সরকারের বিরুদ্ধে।

২০১৮ সালে নির্বাচনে কাশ্মীরের দুটি দল ন্যাশনাল কনফারেন্স ও পিপলস ডেমোক্রেটিক পার্টি অংশ নিয়েছিল। এবার সেই দুই দলেরই শীর্ষ নেতারা গৃহবন্দি। পঞ্চায়েত ভোটের আগে কি গৃহবন্দি নেতাদের মুক্তি দেবে প্রশাসন- এমন প্রশ্ন কাশ্মীরজুড়ে।

পাকিস্তানের সংসদে দাঁড়িয়ে কাশ্মীর ইস্যুতে পাশে থাকার ঘোষণা এরদোগানের : কাশ্মীর ইস্যুতে শেষ পর্যন্ত পাকিস্তানের পাশে থাকবে তুরস্ক।

ইসলামাবাদে শুক্রবার পাক জাতীয় সংসদের যৌথ অধিবেশনে দেয়া ভাষণে এ অঙ্গীকার ব্যক্ত করলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান।

এই নিয়ে তিনি চারবার পাকিস্তানের সংসদে ভাষণ দিলেন। এরদোগান বলেন, পাকিস্তানকে তিনি নিজের দেশের মতোই মনে করেন। দুই দেশের সম্পর্ক অন্যদের জন্য ঈর্ষণীয় হয়ে উঠেছে।

Bootstrap Image Preview