Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আইএস বধূ শামিমার বাংলাদেশি নাগরিকত্ব চেয়ে আবেদন করবেন বাবা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০২০, ০৮:৪৪ PM
আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০২০, ০৮:৪৪ PM

bdmorning Image Preview


আইএস বধূখ্যাত শামিমা বেগমের জন্য বাংলাদেশের নাগরিকত্ব চেয়ে আবেদন করবেন তার (শামিমার) বাবা আহমেদ আলি।

উল্লেখ্য, বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিক শামিমা জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএসে যোগ দিতে গিয়ে ২০১৫ সালে ব্রিটেন ছাড়েন। পরে দেশটি তার নাগরিকত্ব বাতিল করে দেয়।

সম্প্রতি একটি ব্রিটিশ আদালতে নাগরিকত্ব ফিরে পাওয়ার আইনি লড়াইয়ে হেরে যান শামিমা। রায়ে আদালত তাকে বাংলাদেশের নাগরিকত্ব চাইতে বলে। তবে বাংলাদেশ জানিয়েছে, শামিমা বেগম বাংলাদেশের নাগরিক নয়।

বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপির কাছে শামিমার বাবা জানান, তিনি তার মেয়ের নাগরিকত্বের জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাবেন। বর্তমানে শামিমা বেগম সিরিয়ার একটি শিবিরে বাস করছেন।

গত বছর ইসলামিক স্টেট পুরোপুরি পরাজিত হলে তিনি ব্রিটেনে ফিরতে চান বলে আবেদন জানান।

শামিমার বাবা আহমেদ আলি বলেন, মেয়ে যদি বাংলাদেশে ফিরে আসতে চায় তাহলে তিনি তার নাগরিকত্বের জন্য আবেদন করবেন। আমি তার জন্য দুঃখ অনুভব করছি। যে কোনও বাবা-মা’রই তার জন্য খারাপ লাগবে।

Bootstrap Image Preview