Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তাপসের আসনে মনোনয়ন চাইলেন সাঈদ খোকন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০২০, ০৭:২৮ PM
আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০২০, ০৭:২৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


আসন্ন ঢাকা-১০ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদন ফরম জমা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির বর্তমান মেয়র সাঈদ খোকন।

শুক্রবার দুপুরে তার পক্ষ থেকে দলীয় সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে তা বিকালে জমা দেয়া হয়েছে।

শুক্রবার বিকালে মোবাইলে একটি গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন সাঈদ খোকন।

সাঈদ খোকনসহ মোট তিনজন দলীয় সভানেত্রীর ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে আসেন। সাঈদ খোকনের পক্ষে ফর্ম জমা দেন তার এপিএস আবুল কালাম আজাদ ও বংশাল থানা আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন সবুজ। এসময় নিচতলার ভেতরের বৈঠক রুমে বসেছিলেন সাঈদ খোকন।

প্রসঙ্গত, ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে আসনটি ছেড়ে দেন ব্যারিস্টার ফজলে নূর তাপস। নির্বাচনে এই সিটিতে তাপস মেয়র নির্বাচিত হয়েছেন।

এদিকে তাপসের এই আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ২১ মার্চ এ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Bootstrap Image Preview