Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কাশিয়ানীতে বাস-নসিমনের সংঘর্ষে ৫ জনের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০২০, ১২:৫৩ PM
আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০২০, ১২:৫৩ PM

bdmorning Image Preview


গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস নসিমনের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান রহমান।

নিহতরা হলেন- উপজেলার পারুলিয়া এলাকার বদির (৩0), মিজান (৪৩), সিরাজুল (৩৫), লায়েক (৫০) ও সুমন (২৮)। 

পুলিশ ও এলাকাবাসী জানান, খুলনা থেকে ছেড়ে আসা ফালগুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস লিংক রোড থেকে হাইওয়েতে উঠার সময় একটি শ্রমিকবাহী নসিমনের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে মিজান নামে এক শ্রমিক নিহত হন ও ৯ শ্রমিক গুরুতর আহত হন।

পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে বদির ও সুমন মারা যান। বাকি ৭ জনকে উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়।

পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মুকিম মুন্সি জানিয়েছেন, নিহত ও আহত শ্রমিকরা তার ইউনিয়নের বাসিন্দা। তারা বিল্ডিংয়ের ঢালাইয়ের কাজ করতে যাচ্ছিলেন।

Bootstrap Image Preview